ঢাকায় প্রথমদফা আলােচনা শেষে জগজীবনরাম
গঙ্গার পানি বন্টন প্রশ্নে স্বল্পমেয়াদী সমাধানের জন্য চেষ্টা চলিতেছে
ভারতের কৃষি এবং সেচ মন্ত্রী মি: জগজীবন রাম বলেন যে, গঙ্গার পানি বন্টনের বষয়ে বাংলাদেশ এবং ভারত বর্তমানে একটি স্বল্প মেয়াদী সমাধানের জন্য কাজ করিয়া যাইতেছে।
মি: রাম গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবনে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার মন্ত্রী পর্যায়ের বৈঠকের প্রথম দফা আলােচনা শেষে সাংবাদিকদের সহিত আলােচনাকালে একথা বলেন। গঙ্গার পানি বন্টন এবং ফারাক্কা বাঁধ সংক্রান্ত বিষয়ে মন্ত্রী পর্যায়ের বৈঠকের এইটি দ্বিতীয় দফা। প্রথম দফা বৈঠক গতমাসে নয়াদিল্লীতে অনুষ্ঠিত হয়।
এক প্রশ্নের জবাবে মি: জগজীবনরাম বলেন যে, স্বল্প মেয়াদী সমাধান দীর্ঘ মেয়াদী সমাধানের ভিত্তিতেই গ্রহণ করা হইবে।
শ্রী রাম আলােচনা আন্তরিকতাপূর্ণ এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হইয়াছে বলিয়া উল্লেখ করেন। তিনি বলেন, প্রতিটি বৈঠকেই আমরা অগ্রগতির দিক আগাইয়া যাইতেছি।
সূত্র: দৈনিক আজাদ, ১৭ এপ্রিল ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত