You dont have javascript enabled! Please enable it! 1975.04.17 | রাষ্ট্রপতির অধ্যাদেশ জারী | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

রাষ্ট্রপতির অধ্যাদেশ জারী

বিদ ও শিক্ষাবিদগণ এই বোের্ড অব ট্রাস্টির সদস্য থাকিবেন। এই ফাউণ্ডেশনের কার্য নির্বাহের জন্য সরকার একজন সুযােগ্য ব্যক্তিকে ফাউন্ডেশনের সচিব পদে নিয়ােগ করিবেন।
ইসলামী একাডেমীতে ও বায়তুল মােকাররম এবং তৎসংলগ্ন বাণিজ্য এলাকাকে এই ফাউন্ডেশনের স্বাধীনে আনয়ন করা হইয়াছে। ইহাদের যাবতীয় স্থাবর এবং অস্থাবর সম্পত্তি ও দায়দায়িত্ব এই ফাউন্ডেশনে ন্যস্ত হইয়াছে।
এই ফাউণ্ডেশন গঠন করিবার ফলে সরকার আশা করেন যে, ইসলামী একাডেমী ও বায়তুল মােকারমের কার্যাবলী অধিকতর দক্ষতার সহিত নিষ্পন্ন হইবে এবং একটি গবেষণা কেন্দ্র ও একটি অডিটরিয়াম স্থাপনসহ ফাউন্ডেশনের অন্যান্য উদ্দেশ্যাবলীর সফল বাস্তবায়ন সম্ভব হইবে।

সূত্র: দৈনিক আজাদ, ১৭ এপ্রিল ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত