You dont have javascript enabled! Please enable it!

দ্বিতীয় বিপ্লবের আদর্শ বাস্তবায়নই হউক

তিনি বলেন, জাতির সাহিত্য এবং সংস্কৃতি অর্থনৈতিক অগ্রগতির উপর বহুলাংশে নির্ভরশীল। তাই সাহিত্য এবং সাংস্কৃতিক অগ্রগতির স্বার্থেই আমাদেরকে দ্বিতীয় বিপ্লব সফল করিয়া তুলিতে হইবে।
সৈয়দ নজরুল ইসলাম নববর্ষের শুভলগ্নে বিশ্বের সকল নির্যাতিত এবং নিপীড়িত মানুষের মুক্তি ও কল্যাণ কামনা করেন।
আলােচনা সভায় বক্তৃতাকালে শেখ ফজলুল হক মনি দ্বিতীয় বিপ্লবকে সফল করিয়া তােলার জন্য সমবেত প্রচেষ্টার উপর গুরুত্ব আরােপ করেন। তিনি বলেন, ১৩৮২ সাল বাঙালি জাতির জন্য চ্যালেঞ্জস্বরূপ কেননা দ্বিতীয় বিপ্লবের সফলতার উপরই নির্ভর করিতেছে জাতির অস্তিত্ব।
সভাপতির ভাষণে জনাব জিল্লুর রহমান নববর্ষে শােষনহীন সমাজ প্রতিষ্ঠার সঙ্কল্প গ্রহণ করার জন্য শপথ গ্রহণ করার উপর গুরুত্ব আরােপ করেন। তিনি বলেন, ১৩৮২ সালের বাঙালি জাতি দ্বিতীয় বিপ্লবের মাধ্যমে দেশকে অগ্রগতির পথে আগাইয়া লইয়া যাইবে।

সূত্র: দৈনিক আজাদ, ১৭ এপ্রিল ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!