ডােমার থানায় শতকরা ৮০ জন পেটের পীড়ায় আক্রান্ত
ডােমার থানার গ্রামীণ এলাকার শতকরা আশিজন লােক না প্রকার পেটের পীড়ায় ভুগিতেছে।
স্থানীয় চিকিৎসক সুত্রে প্রকাশ, খাদ্য ব্যাপক ভেজাল এবং পানীয় জলের অভাবে নানা পেটের পীড়া দেখা দিয়াছে।
খবরে প্রকাশ, গ্রামীণ এলাকার অধিকাংশ নলকুপ ব্যবহারের অযােগ্য হইয়া পড়িয়াছে এবং খুচরা যন্ত্রাংশের অভাবে স্থানীয় স্বাস্থ্য বিভাগ অকেজো নলকুপগুলি মেরামত করিতে পারিতেছে না।
উক্ত থানার জনসাধারণ খাদ্যে ভেজাল নিরসনে এবং পানীয় জল সরবরাহ অনতিবিলম্বে আগাইয়া আনিবার জন্য-সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
সূত্র: দৈনিক আজাদ, ১৮ এপ্রিল ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত