You dont have javascript enabled! Please enable it!

রাজশাহীর পল্লীতে জনসভা: সমাজবিরােধী নির্মূলের সংকল্প

সম্প্রতি নিয়ামতপুর থানার শালবাড়ী হাই স্কুল প্রাঙ্গণে সমাজবিরােধী কার্যকলাপের বিরুদ্ধে এক বিরাট সভা অনুষ্ঠিত হয়। সভায় সমাজবিরােধী কার্যকলাপ বন্ধ এবং দুষ্কৃতিকারীদের ধরাইয়া দেওয়ার ব্যাপারে যে সকল স্থানীয় জনসাধারণ সাহায্য ও সহযােগিতা করিয়াছে তাহাদের মধ্যে সার্টিফিকেট এবং নগদ টাকা পুরস্কার দেওয়া হয়। [ সভায় এই এলাকায় সর্বস্তরের জনসাধারণ যােগদান করিয়া সমাজবিরােধী উচ্ছেদ অভিযানকে সাফল্যমণ্ডিত করিয়া তুলিবার জন্য সম্ভাব্য সর্বপ্রকার সাহায্য ও সহযােগিতা করার আশ্বাস প্রদান করেন।
এই সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহীর পুলিশ সুপার জনাব আবু তালেব।
প্রধান অতিথি তাহার ভাষণে পুলিশ বাহিনীকে জনসাধারণের বন্ধু হিসাবে কাজ করিয়া যাওয়ার জন্য আহ্বান জানান।
তিনি সমাজবিরােধী কার্যকলাপ বন্ধের জন্য পুলিশ বাহিনীকে তাহাদের দষ্টিভঙ্গী পরিবর্তন করার জন্য এবং আইন-শৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশ বাহিনীর সাথে জনসাধারণের সহযােগিতা কামনা করেন।
সভায় সভাপতিত্ব করেন শাহ সিরাজুর ইসলামএম পি এবং অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন। জনাব ইমাজউদ্দিন প্রামাণিক এমপি, এম, এস, এ, জলিল এম, পি সাবেক সংসদ সদস্য জনাব আজিজুর রহমানএবং সওগাট মহকুমা হাকিম জনাব আবদুর রশিদ।

সূত্র: দৈনিক আজাদ, ১৩ এপ্রিল ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!