বাংলাদেশ শিল্প ঋণ-সংস্থা
২টি পৃথক প্রকল্পের জন্য ৮৬ লাখ টাকা মঞ্জুর
বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা গতকাল দুইটি পৃথক প্রকল্পের জন্য ৮৬ লাখ ৫০ হাজার টাকা মঞ্জুর করিয়াছে।
সংস্থার পরিচালনা পরিষদের সভায় এই ঋণ মঞ্জুরীর সিদ্ধান্ত লওয়া হইয়াছে।
ঋণ মঞ্জুরী প্রাপ্ত একটি বেসরকারী প্রতিষ্ঠান হইতেছে মৎস্য শিকার সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করণ প্রকল্প। এই প্রকল্পটি চট্টগ্রামে স্থাপিত হইবে। অপরটি হইতেছে ভালিকা উলেন মিলস।
মৎস্য প্রকল্পটির নির্মাণ কার্য শেষ হইলে ইহার মাধ্যমে বিদেশে মাছ রফতানী করিয়া বৎসরে প্রায় ৫০ লাখ টাকা বৈদেশিক মুদ্রা অর্জন করা যাইবে। উক্ত সভায় সভাপতিত্ব করিয়াছেন শিল্প ঋণ সংস্কার চেয়ারম্যান জনাব সােলাইমান চৌধুরী।
সূত্র: দৈনিক আজাদ, ১৩ এপ্রিল ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত