You dont have javascript enabled! Please enable it! 1975.04.13 | আউশ ও আমন ধানের বীজের তীব্র অভাব- শিবপুর থানা এলাকায় বহু জমি অনাবাদী থাকার আশঙ্কা | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

আউশ ও আমন ধানের বীজের তীব্র অভাব
শিবপুর থানা এলাকায় বহু জমি অনাবাদী থাকার আশঙ্কা

শিবপুর থানার এলাকায় আউশ ও আমন ধানের বীজের অভাবে সব জমি অনাবাদী থাকার আশঙ্কা দেখা দিয়াছে।
প্রকাশ, ইতিমধ্যে আউশ ও আমন ধানের বীজ বপনের মওসুম শুরু হইয়াছে কিন্তু বীজের অভাবে কৃষকদের পক্ষে জমিতে আউশ ও আমন ধানের বীজ বােনা সম্ভব হইতেছে না বলিয়া থানার বিভিন্ন এলাকা হইতে খবর পাওয়া গিয়াছে।
উল্লেখ্য যে, গত বৎসরের বন্যায় আউশ ও আমন ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হইয়াছে এমনকি কোন কোন চাষী সামান্য পরিমাণ ঘরে তুলিতে পারে নাই। ফলে কৃষকদের পক্ষে আউশ ও আমন ধানের বীজ রাখা সম্ভব হয় নাই। জানা গিয়াছে যে, বাজারে কিছু কিছু বীজ ধান পাওয়া, গেলেও মানের দিক হইতে তাহা অত্যন্ত নিকৃষ্ট ধরনের এবং চাহিদার তুলনায় অপ্রতুল। অধিকল্প মূল্য এত বেশী যে তাহা সাধারণ কৃষকের পক্ষে ক্রয় করা সম্ভব হইতেছে না।
মওসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কৃষকেরা তাহাদের জমি চাষ করিয়া প্রস্তুত করিয়া রাখিয়াছে। অথচ বীজ না পাওয়ায় তাহারা এখন হাত গুটাইয়া বসিতে বাধ্য হইতেছে বলিয়া জানা গিয়াছে। আবিলম্বে ন্যায্যমূল্যে পর্যাপ্ত পরিমাণ আউশ ও আমন ধানের বীজ সরবরাহ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অনুরােধ জানানাে হইয়াছে।

সূত্র: দৈনিক আজাদ, ১৩ এপ্রিল ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত