পহেলা বৈশাখ
পহেলা বৈশাখ ছিল গত মঙ্গলবারে। দিনটি ছিল সরকারী ছুটির দিন। অফিস আদালত সেদিন বন্ধ ছিল।
অনুষ্ঠান শুরু হয় ভাের ছয়টার পর হইতে। রমনার সবুজ উদ্যান, বাংলা একাডেমী প্রাঙ্গণে, বাংলাদেশ পরিষদ মিলনায়তনে প্রভৃতি স্থানে ব্যাপক অনুষ্ঠানের আয়ােজন করা হয়। অনুষ্ঠানগুলির আয়ােজন করে- ছায়ানট, বাফা, বাংলা একাডেমী, কচি-কাঁচার আসর প্রভৃতি প্রতিষ্ঠান।
সূত্র: দৈনিক আজাদ, ১৫ এপ্রিল ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত