কচি কাচার মেলা
১লা বৈশাখের অনুষ্ঠানে বানিঝ্য ও বৈদেশিক বাণিজ্য মন্ত্রী খন্দকার মােশতাক আহমদ দেশের শিশুদের ভবিষ্যতের আদর্শ নাগরিক হিসাবে গড়িয়া তােলার আহ্বান জানান।
তিনি কচি-কাচার মেলা আয়ােজিত রমনা সবুজের অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দান করিতে ছিলেন। অনুষ্ঠানে সভানেত্রীত্ব করেন বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদের সভানেত্রী বেগম ফিরােজা বারী অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন জনাব রােকনােজ্জামান খান (দাদাভাই)।
খােন্দকার মােশতাক আহমদ বলেন, শিশুরাই হচ্ছে দেশের সুখী সমৃদ্ধশালী ও শান্তিপূর্ণ ভবিষ্যতের সম্পদ।
সূত্র: দৈনিক আজাদ, ১৫ এপ্রিল ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত