সত্যিকার বাঙ্গালি সংস্কৃতি তুলিয়া ধরুন-কোরবান আলী
তথ্য ও বেতার মন্ত্রী জনাব কোরবান আলী সত্যিকার বাঙালি সংস্কৃতিকে তুলিয়া ধরিতে গতকাল বৃহস্পতিবার আহ্বান জানাইয়াছেন।
বাংলাদেশ বিমান বাহিনীর সাংস্কৃতিক সমিতির উদ্যোগে নাটক মঞ্চস্থের উদ্বোধনী দিনে প্রধান অতিথির ভাষণ দিতে যাইয়া তিনি এই কথা বলেন।
বাংলাদেশ বিমান বাহিনীর সাংস্কৃতিক সমিতি স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে স্থানীয় কারিগরি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়ােজন করে।
সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনী বাঙ্গালীর আশা-আকাঙ্ক্ষা ও চিন্তাধারাকে তুলে ধরিতে সক্ষম হইবে বলিয়া জনাব কোরবান আলী আশা প্রকাশ করেন।
স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশ বিমান বাহিনীর অবদানের কথা জাতীয় ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখা থাকিবে বলিয়াও জনাব কোরবান আলী তাহার বক্তৃতায় উল্লেখ করেন।
সূত্র: দৈনিক আজাদ, ১১ এপ্রিল ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত