অচল নােট: ঢাকার সাবেক এ ডি সি গ্রেফতার
ঢাকা বিভাগের সাবেক অতিরিক্ত কমিশনার জনাব এম, এ, হাসানকে গত বৃহস্পতিবার ঢাকার একটি ব্যাংক হইতে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর হাসানকে ঢাকা জেলা দক্ষিণ সদর মহকুমা আদালতে প্রেরণ এবং সেখানে হইতে হাজতে প্রেরণ করা হয়।
হাসানকে গ্রেফতারের সময় তাহার নিকট অচল ঘােষিত ১০০ টাকার নােট জমা দেওয়া ৬টি রসিদ এবং অচল ১০০ টাকার নােটে নগদ ২৬ হাজার টাকা পাওয়া যায়।
সূত্র: দৈনিক আজাদ, ১২ এপ্রিল ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত