You dont have javascript enabled! Please enable it!

প্রায় ৭ শত গভীর নলকূপ চালু
কুমিল্লায় কৃষি ক্ষেত্রের চেহারা বদলাইয়া যাইতেছে

এই জেলায় সম্প্রতি ৬শত ৮৪টি গভীর নলকূল এবং ২শত অগভীর নলকূপ বসানাের ফলে বিস্তীর্ণ এলাকায় জল সেচে ব্যাপক সাহায্য করিয়াছে।
এক সরকারী প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায় যে, কৃষকদের জলসেচের সাহায্যের জন্য বাংলাদেশ কৃষি উন্নয়ন সংস্থা এই নলকূপগুলি স্থাপন করিয়াছে।
এছাড়া দাউদকান্দিতে দুইটি বাঁশের নলকূপ বসানাের জন্য স্থানীয় কৃষকেরা গভীর ভাবে আগ্রহ প্রকাশ করিয়াছে।
ব্রাহ্মণবাড়িয়া মহকুমার নাছির নগর থানার জন্য আরাে একশত নলকূপ মঞ্জুর করা হইয়াছে। বলিয়া উক্ত প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়।

সূত্র: দৈনিক আজাদ, ১১ এপ্রিল ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!