সংগ্রহ মূল্য, পরিবহণ এবং শুষ্ককরণ বােনাস
গ্রহণযােগ্য মানের প্রতিমণ বােরাে/ইরি ধানের সংগ্রহমূল্য চুয়াত্তর টাকা এবং প্রতিমণ চাউলের মূল্য একশাে আঠারাে টাকা ধার্য করা হইয়াছে।
ধান চালের ক্রয়মূল্য ছাড়াও বিক্রেতাকে সরকারী ক্রয়কেন্দ্রে ধান চাল আনার জন্য মণপ্রতি পাঁচ মাইল দুরত্বের জন্য তিন টাকা, পাঁচ হইতে দশ মাইলের জন্য চার টাকা এবং দশ মাইলের অধিক দূত্বের জন্য পাঁচ টাকা হারে পরিবহন বােনাস দেওয়া হইবে।
সূত্র: দৈনিক আজাদ, ১০ এপ্রিল ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত