বরিশালে এবার ৬০ হাজার একর জমি অনাবাদী থাকার আশঙ্কা
বরিশালে প্রায় ৬০ হাজার একর জমি অনাবাদী থাকিয়া যাইবে বলিয়া আশঙ্কা দেখা দিয়াছে।
প্রকাশ, ৬ হাজার ৩ শত ইরি প্রকল্প এ পর্যন্ত অনুমােদিত হইলেও মাত্র ৩৬২৩টি প্রকল্পে কাজ আরম্ভ হইয়াছে। কারণ স্বরূপ জানা গিয়াছে যে, ৬ হাজার ৩শত প্রকল্পে মােট ১ লক্ষ ৮০ হাজার একর জমি রহিয়াছে। সাধারণত: এক একরের জন্য ২ মন ইউরিয়া সারের প্রয়ােজন। কিন্তু সারের স্বল্পতার জন্য সরকার এবার প্রতি একরে একমণ করিয়া সার দিবার পরামর্শ দিয়াছেন বলিয়া প্রকাশ এবং সেই পরিমাণ সার এ পর্যন্ত সর্বত্র সরবরাহ করা হয় নাই। আর কবে নাগাদ এই সার নির্দিষ্ট স্থানে পৌছিবে তাহাও কেহ বলিতে পারে না। পক্ষান্তরে যে সমস্ত থানায় বেশী করে চাষ করা হইয়াছে সেখানেও প্রয়ােজনীয় সার সরবরাহ করা সম্ভব হয় নাই। ভাণ্ডারিয়া, তজুমুদ্দি, চরফেশন, মুলাদি, হিজলায় প্রয়ােজনের অর্ধেক সার দেওয়া হইয়াছে বলিয়া অভিযােগ শােনা গিয়াছে।
অন্যদিকে চাষীদের পর্যাপ্ত ধানের অভাব। ঋণের অভাবে চাষীরা জমি চাষ করিতে পারিতেছে না। বরিশালে এবার গাে মড়ক হওয়ায় হালের গরুর অভাবেও বহু জমি চাষ করা সম্ভব হইতেছে। তার উপর পাওয়ার পাম্পের ভাড়া বৃদ্ধি, চালকের বেতন চাষীদের উপর বিরাট বােঝা হইয়া দাঁড়াইয়াছে। ফলে বহু জমি অনাবাদী থাকিয়া যাইবে বলিয়া অভিজ্ঞ মহল আশঙ্কা প্রকাশ করিয়াছেন।
সূত্র: দৈনিক আজাদ, ১০ এপ্রিল ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত