শিল্প ও সঙ্গীত শিক্ষারক্ষেত্রে গুরুত্ব দেওয়া হইয়াছে-ড: কুদরত-ই-খুদা
শিক্ষা কমিশন শিক্ষা ব্যবস্থার মধ্যে শিল্প ও সঙ্গীত শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট গুরুত্ব আরােপ করিয়াছেন।
জাতীয় অধ্যাপক ও শিক্ষা কমিশনের চেয়ারম্যান বিশিষ্ট বিজ্ঞানী ডঃ কুদরত-ই-খুদা গতকাল রবিবার ঢাকা বেতার ভবন প্রাঙ্গনে বেতারের ট্রান্সক্রিপশন সার্ভিস প্রযােজিত জাতীয় লােক সঙ্গীত ও উচ্চাঙ্গ সঙ্গীত সম্মেলনের দ্বিতীয় রজনীতে প্রধান অতিথির ভাষণে এই তথ্য প্রকাশ করেন।
তিনি বলেন যে, শিক্ষা কমিশনের উক্ত সুপারিশের ফলে ভবিষ্যতে ছেলে-মেয়েরা শিক্ষা শুরুতেই শিক্ষার মাধ্যমে সঙ্গীত শিক্ষার সুযােগ লাভ করিবে।
তিনি আরও বলেন যে, শিক্ষা কমিশন দেশে সত্যিকার কর্মঠ মানুষ তৈরির সুপারিশ করিয়াছেন। ইহাতে প্রতিটি মানুষকে হাতের কাজের শিক্ষার উপর জোর দিতে হইবে।
সূত্র: দৈনিক আজাদ, ৭ এপ্রিল ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত