প্রতিভার বিকাশ সাধনে সুযােগ দেওয়া হইবে-কোরবান আলী
তথ্যমন্ত্রী জনাব এম কোরবান আলী গতকাল শুক্রবার সন্ধ্যায় সােহরাওয়ার্দী উদ্যানে উন্মুক্ত মঞ্চে জাতীয় লােক সংস্কৃতি উৎসব কমিটি আয়ােজিত ৬ দিন ব্যাপী বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন করেন।
উদ্বোধনী ভাষণে তিনি বলেন যে, দেশের লােক সংস্কৃতি ও লােক গাথা হইতেছে বাংলার সত্যিকারের প্রতিচ্ছবি।
তিনি বলেন, বাংলার হাটে মাঠে গ্রামে গঞ্জে বহু প্রতিভাবান শিল্পী ছড়াইয়া আছে। সরকার প্রতিভার সমাদর ও বিকাশ সাধনের উপযুক্ত সুযােগ দিতে চাহেন। এই অনুষ্ঠানে অংশ গ্রহণের জন্য সম্মেলনে আমন্ত্রিত হইয়া দেশের ১৩শত শিল্পী আসিয়াছেন।
বক্তৃতা প্রসঙ্গে তথ্যমন্ত্রী দ্বিতীয় বিপ্লবে অংশ গ্রহণের জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান।
প্রথম দিনের অনুষ্ঠানে গতকাল সর্ব প্রথম মরহুম আবদুল আলীমের পুত্র আসগর আলী (৮) দুইটি লােক গীতি পরিবেশন করে। গতকালের অনুষ্ঠানে অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিল পুঁথি পাঠ, উপজাতীয় নৃত্য, জারী গান গীতি-নকশা প্রভৃতি। পুথি পাঠ করেন জনাব মােহাম্মদ শাহ বাঙালি। মি: সুকেন্দ্র রেমার পরিচালনায় উপজাতীয় ছেলে-মেয়েরা নৃত্যে অংশগ্রহণ করে। গীতি নকশা পরিচালনায় ছিলেন জনাব হাফিজুর রহমান।
সূত্র: দৈনিক আজাদ, ৫ এপ্রিল ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত