বঙ্গবন্ধুর বলিষ্ঠ নেতৃত্বে দেশ সমৃদ্ধিশালী হইবে-সামাদ
কৃষিমন্ত্রী জনাব আবদুস সামাদ আজাদ বলেন যে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ নেতৃত্বে দেশ সুখী ও সমৃদ্ধিশালী হইবে এবং এ লক্ষ্য অর্জনের জন্য সর্বস্তরের জনগণকে কঠোর পরিশ্রম করিতে হইবে।
মন্ত্রী গতকাল এখানে জেলা বাকশাল অফিস প্রাঙ্গণে বাকশালের এক কর্মী সভায় বক্তৃতা করেন। উক্ত সভায় সভাপতিত্ব করেন জাতীয় সংসদ সদস্য জনাব শামছুবিন মােল্লা। অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন, ডাক তার ও টেলি যােগাযােগ দফতরে প্রতিমন্ত্রী জনাব কে, এম, ওবায়েদুর রহমান।
জনাব সামাদ বলেন যে, বঙ্গবন্ধুর নেতৃত্বে কঠিন সংগ্রামের মধ্য দিয়া বাংলাদেশের জন্ম হইয়াছে এবং বর্তমানে তার নেতৃত্ব জনগণকে সুখী করিবে। তিনি দেশপ্রেমিক শক্তিসমূহের মধ্যে ঐক্য সৃষ্টি করিবার জন্য বাকশাল কর্মীদের প্রতি আহ্বান জানান। তিনি গ্রামে গিয়া কৃষকদের সহিত কাধে কাধ মিলাইয়া কাজ করিবার জন্য এবং কৃষি উৎপাদন বৃদ্ধি করে আধুনিক উৎপাদনমুখী কর্মসূচী গ্রহণের জন্যও বাকশাল কর্মীদের প্রতি আহ্বান জানান।
ওবাদুর রহমান
উক্ত সভায় বক্তৃতা দান কালে প্রতিমন্ত্রী জনাব কে এম, ওবায়দুর রহমান বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লবকে সফল করিয়া তুলিবার উদ্দেশ্যে অক্লান্ত পরিশ্রম করার জন্য বাকশাল কর্মীদের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন যে, জনগণের অর্থনৈতিক ব্যতীত রাজনৈতিক স্বাধীনতা বৃথা। তিনি বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করিয়া শােষিত মানুষের সহিত একাত্মতা প্রকাশ করিবার জন্যও কর্মীদের প্রতি আহ্বান জানান।
সূত্র: দৈনিক আজাদ, ৬ এপ্রিল ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত