লােক সঙ্গীত ও উচ্চাঙ্গ সঙ্গীত
জাতীয় লােক সঙ্গীত ও উচ্চাঙ্গ সঙ্গীত সম্মেলনে প্রথম রজনীতে গতকাল প্রথম পর্যায়ে লালন গীতি, তাঁতীর গান, খেপু বয়াতীর গান, পাঁচালী, মাদারের গান, পদ্ম পুরাণ, গম্ভীরণ ও দ্বিতীয় পর্যায়ে বাঁশী, খেয়াল, তবলা লহড়া, বেহালা, খেয়াল, সেতার প্রভৃতি সঙ্গীত ও যন্ত্র সঙ্গীত পরিবেশন করা হয়।
শিল্পী ফরিদা পারভীন ও কুষ্টিয়ার ছেউরিয়া গােষ্ঠীর শিল্পী মহেশ শাহ, আবদুল করিম শাহ, গােলাম ইয়াসিন শাহ লালন গীতি পরিবেশন করেন। তাতীর গান পরিবেশন করেন আবুল হাশিম ও তাহার সঙ্গীরা।
পাচালী গানের অনুষ্ঠানে বয়াতী হরিসরদার ও বয়াতী করিম বকসের পরস্পরের কণ্ঠ লড়াই শ্রোতাদের আনন্দ দান করে। সমগ্র অনুষ্ঠানটিই শ্রোতাদের নিকট আনন্দদায়ক হইয়াছে।
সূত্র: দৈনিক আজাদ, ৬ এপ্রিল ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত