বাংলাদেশে পরিবার পরিকল্পনা ও দ্বিতীয় বিপ্লবের তাৎপর্য
জনসংখ্যার চাপ বর্তমান বিশ্বে এক মারাত্মক হুমকীরূপে আত্মপ্রকাশ করেছে। খাদ্য, আবাসিক অর্থনৈতিক এবং আনুসঙ্গিক, হাজারাে সমস্যার সৃষ্টি করে এই চাপ গােটা দুনিয়াকে ভয়াবহ পরিস্থিতির মুখে ঠেলে দিচ্ছে। কিন্তু জনসংখ্যার অস্বাভাবিক উর্ধগতি বাংলাদেশের পক্ষে সর্বাপেক্ষা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করতে চলেছে।
বাংলাদেশের জনসংখ্যা বর্তমানে প্রায় সাড়ে সাত কোটি। জনসংখ্যার দিক থেকে এই দেশ বিশ্বের অষ্টম বৃহত্তম রাষ্ট্র এবং বিশ্বের সর্বাপেক্ষা ঘনবসতিপূর্ণ এলাকা। বাংলাদেশের জনসংখ্যা অত্যন্ত দ্রুতগতিতে বেড়ে চলছে।
সূত্র: দৈনিক আজাদ, ৬ এপ্রিল ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত