কোট চাঁদপুরের কুটির শিল্পকে বাঁচাইয়া রাখার ব্যবস্থা দাবী
বেত ও কাঠের অভাবে কোট চাঁদপুরের কুটির শিল্প আজ বিলুপ্তের পথে। আর এই কুটির শিল্পের সাথে জড়িত প্রায় বিশ হাজার লােক চরম দুঃখদৈন্যের শিকারে পরিণত হইয়াছে।
জানা গিয়াছে যে, বাঁশ, বেত ও কাঠের উৎপাদন হ্রাস এবং মূল্য বৃদ্ধি পাইতেছে বলিয়াই কুটির শিল্পের এই চরম সঙ্কট অবস্থা। | উল্লেখ্য যে, বাঁশ, বেত ও কাঠের কিংবা বনজ সম্পদের রক্ষণাবেক্ষনের ব্যাপারে অবহেলাই উদ্ভূত পরিস্থিতির প্রধান কারণ বলিয়া জানা গিয়াছে।
অপরদিকে বাঁশ, বেত ও কাঠের দাম বৃদ্ধি হইবার ফলে কুটির শিল্পীরা তাহা ক্রয় করিতে পারিতেছে না। ফলে তাহারা জিনিসপত্রও তৈয়ারী করিতে পারিতেছে না।
পক্ষান্তরে বাঁশ, বেত ও কাঠের দাম বাড়িলেও সেই হারে তাহারা তৈয়ারী জিনিস পত্রের দাম বাড়ে নাই।
ফলে অভাবের তাড়নায় আজ অনেকেই জাত ব্যবস্থা ছাড়িয়া দিয়া অন্য কাজের দিকে ঝুঁকিয়া পড়িতেছে। অনেকেই কর্ম সংস্থানের অভাবে ভিক্ষার ঝুলি কাঁধে লইযা দ্বারে দ্বারে ঘুরিয়া বেড়াইতেছে। কোট চাদপুরের কুটির শিল্পী ও শিল্পকে ধ্বংসের হাত হইতে রক্ষা করার জন্যে স্থানীয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ অত্যন্ত প্রয়াৈজনীয় হইয়া দাড়িয়াছে বলিয়া ওয়াকেফহাল মহল মনে করেন।
সূত্র: দৈনিক আজাদ, ৪ এপ্রিল ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত