ভােগ্যপণ্য সংস্থার গড়িমসির ফলে
বহু তাঁতী কাপড়ের ন্যায্য মূল্য পাইতেছে না
বাংলাদেশ ভােগ্যপণ্য সরবরাহে কর্পোরেশন কার্ডের মাধ্যমে নারায়ণগঞ্জ মহকুমা ও টাঙ্গাইলে জেলায় তাঁতীদের মাসিক দেড় কোটি টাকা মূল্যে প্রায় আড়াই হাজার বেল সুতা বিলি করিতেছে। কর্পোরেশন তাঁতীদের নিকট হইতে ন্যায্য দরে কাপড় ক্রয় করার জন্য উদ্যোগ নেওয়ার কথা চিন্তা ভাবনা করিয়াও তাহা কার্যকরী করিতেছে না। ফলে বহু ক্ষেত্রে তাঁতীরা কাপড়ের ন্যায্যমূল্য পাইতেছে না।
নারায়ণগঞ্জ মহকুমায় ৪২ হাজার এবং টাঙ্গাইল জেলার ৩০ হাজার সুতার কার্ড আছে। নারায়ণগঞ্জ মহকুমায় বৈদ্যেরবাজার, রায়পুরা, শিবপুর মুয়াপাড়া, নরসিংদী, গােপালদি ও মাধবদিতে বিক্রয় কেন্দ্র স্থাপন করা হইয়াছে। তাঁতীরা মাসে একবার করিয়া সুতা গ্রহণ করে। টাঙ্গাইল জেলার কালীহাতী ও টাঙ্গাইলে সুতা বিক্রয়কেন্দ্র স্থাপন করা হইয়াছে।
সূত্র: দৈনিক আজাদ, ৪ এপ্রিল ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত