You dont have javascript enabled! Please enable it! 1975.04.04 | ঈদে মিলাদুন্নবী সেমিনারে তথ্যমন্ত্রী: আল্লাহ ও রসুলের (দঃ) নির্দেশ ও আদর্শ জীবনে প্রতিফলিত করিতে হইবে | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

ঈদে মিলাদুন্নবী সেমিনারে তথ্যমন্ত্রী
আল্লাহ ও রসুলের (দঃ) নির্দেশ ও আদর্শ জীবনে প্রতিফলিত করিতে হইবে

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাংলাদেশ মাদ্রাসা ছাত্র পরিষদ আয়ােজিত সােমবারে প্রধান অতিথির ভাষষে তথ্য ও বেতার মন্ত্রী জনাব এম, কোরবান আলী বলেন, আল্লাহর নির্দেশ ও মহানবীর (সঃ) আদর্শ-এই দুইয়ের মিলন যেই দিন, আমাদের জীবনে পরিপূর্ণ ভাবে প্রতিফলিত হইবে সেই দিনই মহানবীর (দঃ) প্রতি প্রকৃত সম্মান প্রদর্শন করা হইবে।
গতকাল আলিয়া মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত এই সেমিনারে সভাপতিত্ব করেন আলিয়ার অধ্যক্ষ ডঃ এ, কে, এম আইউব আলী।
সেমিনারে বক্তৃতা করেন মওলানা আলাউদ্দিন আল-আজহারী ড: মােঃ এছহাক মওলানা ওবায়দুল হক বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা জনাব এ এইচ এম বজলুল হক হারুন ড: সিরাজুল হক জনাব এম আনিসুজ্জামান ও জনাব সৈয়দ আহমদ।
জনাব কোরবান আলী বলেন আল্লাহর নির্দেশিত পথ ও মহানবী (দঃ) এর আদর্শ অনুসারী লােক দুনিয়ায় এখনও রহিয়াছে যদি না থাকিত তবে দুনিয়া থাকিত না। তিনি বলেন সেই সকল সত্যিকারের মানুষের খুঁজিয়া বাহির করিতে পারিলে, তাঁহাদের অনুসারী হইতে পারিলে মহানবীর (দঃ) আদর্শ প্রতিফলিত হইবে।
তিনি বলেন, খােদাতালা মহানবীকে (দঃ) মহাপুরুষ রূপে দুনিয়ায় পাঠান নাই। মহানবী ছিলেন আমাদের মতাে একজন রক্ত মাংসের মানুষ। মানুষ হিসাবে মহানবীকে বহু অত্যাচার সহ্য করিতে হইয়াছে।
তথ্যমন্ত্রী বলেন, যেখানে খােদাতালা মহানবীকে (দঃ) শ্রেষ্ঠ জীব হিসাবে দুনিয়ায় পাঠাইয়াছেন সেই ক্ষেত্রে তাঁহাকে একটি ধর্মপ্রচারের জন্য, একটি জাতিগঠনের জন্য এতাে অত্যাচারের সম্মুখীন হইতে হইয়াছে। আর যদি তাহাকে মহাপুরুষ হিসাবে পৃথিবীতে পাঠান হইত তবে আল্লার নির্দেশ ও মহানবীর প্রদশিত পথ আমরা অনুসরণ করিতে পারিতমা না। কারণ সেই ক্ষেত্রে আমরা বলিতাম মহানবী (দঃ) মহাপুরুষ ছিলেন বলিয়াই তাহার পক্ষে সীমাহীন দুঃখকষ্টের মধ্য দিয়া আল্লার নির্দেশিত পথে চলা সম্ভব হইয়াছে।
তিনি বলেন, রসুল (দঃ)-এর আদর্শের অনুসারী হইতে পারিলে বর্তমান সভ্যতার মুখে কোন প্রকার কলঙ্ক থাকিত না।
তিনি বলেন, মহানবী (দঃ) শুধু ধর্ম প্রচার করেন নাই। একটি জাতিগঠনে করিয়াছেন। যেই সমাজে মানবতা বলিতে কিছুই ছিল না এবং সভ্যতার কোন চিহ্ন ছিল না।
সেমিনার শেষে মাদ্রাসা আলীয়ার মসজিদে মিলাদ মহফিল অনুষ্ঠিত হয়। ইহা ছাড়া তথ্য ও বেতার মন্ত্রী জনাব কোরবান আলী গতকাল কারিগরি মিলনায়তনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় মহাবিদ্যালয় ছাত্র সংসদের বার্ষিক নাটক অনুষ্ঠান ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে কথাকলি সগ্রীত বিদ্যালয়ের সংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন।

সূত্র: দৈনিক আজাদ, ৪ এপ্রিল ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত