You dont have javascript enabled! Please enable it!

তিন মাসে এক কোটি ৮ লক্ষ মণ লবণ উৎপন্ন হইয়াছে

গত ৩১শে মার্চ নাগাদ দেশে মোেট ১ কোটি আট লক্ষ মণ লবণ উৎপাদিত হইয়াছে। চলিত উৎপাদন মৌসুমে দেশের লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা হইল ২ কোটি মন।
কক্সবাজার সহ দেশের বিবিন্ন এলাকায় গত জানুয়ারি মাস হইতে লবণ উৎপাদন শুরু হয়। আগামী জুন মাস নাগাদ এই উৎপাদন অব্যাহত থাকিবে বলিয়া আশা করা হইতেছে।
বাংলাদেশ কুটির শিল্প সংস্থার চেয়ারম্যান জনাব আমিনুল ইসলাম গতকল্য বৃহস্পতিবার এনাকে বলেন যে, এই বৎসর লবণের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়াইয়া যাইতে পারে। তিনি বলেন যে, দেশের বার্ষিক লবণের চাহিদা এক কোটি ষাট লক্ষ মণ। তিনি আরও বলেন যে, লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রার পৌছিতে সক্ষম হইলে দেশে প্রায় চল্লিশ লক্ষ মণ লবণ উদ্বুত্ত হইবে। চেয়ারম্যান বলেন যে, তাহাদিগকে উৎসাহিত করণের উদ্দেশ্যে উক্ত সংস্থা ‘শােধন কর্মসূচীর’ অধীনে বিভিন্ন লক্ষণ এলাকার উৎপাদন কারীদেরকে ৬ লক্ষ টাকা ঋণ প্রদান করা হইয়াছে।

সূত্র: দৈনিক আজাদ, ৪ এপ্রিল ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!