You dont have javascript enabled! Please enable it!

মুক্তাগাছা থানার ১২ জন ডাকাতকে পিটিয়ে হত্যা

মুক্তাগাছা, ৩০শে মার্চ- ক্ষিপ্ত জনতার প্রহারে কয়েকদিনে মুক্তাগাছা থানার ৯ নং ধুলা, ২ নং বড়গ্রাম ও ৬নং মানকোন ইউনিয়নে ১২ জন চোর-ডাকাত নিহত হওয়ার সংবাদ পাওয়া গিয়েছে। প্রকাশ, উক্ত ইউনিয়নের ক্ষিপ্ত জনতা সংঘবদ্ধভাবে চোর ও ডাকাত নিধনযজ্ঞ শুরু করিয়াছে। চিহ্নিত ডাকাতদের গ্রামে দেখা মাত্রই পিটাইয়া হত্যকরা হয়। একমাত্র বড়গ্রাম ইউনিয়নেই ৯জন ডাকাতকে হত্যা করা হইয়াছে বলিয়া জানা গিয়াছে। তন্মধ্যে গােয়ারী গ্রামের ইয়াজ উদ্দিন, মানকোন গ্রামের আবদুল জব্বার, ইউনুছ আলী আ: কাদের, আ: গফুরের নাম জানা গিয়াছে। ইহাছাড়া নাম না জানা আরও ৪জনকে রৌয়ার চর বড়গ্রাম চেংড়াঘুরি গ্রামে হত্যা করা হইয়াছে। উল্লেখ্য বড়গ্রাম ইউনিয়নের জনগণ ডাকাতদের অত্যাচারে একদিনও নিশ্চিন্তে ঘুমাইতে পারে নাই। প্রতি রাতেই ৪/৫টি বাড়িতে ডাকাতি হইয়াছে।
অনেকের বাড়িতে এক মাসের মধ্যে দুই তিন বার করিয়া ডাকাতি হইয়াছে। অবশেষে অতীষ্ঠ জনতা ঐক্যবদ্ধ হইয়া ডাকাতের অত্যাচার হইতে রক্ষার জন্য এই ব্যবস্থা গ্রহণ করিয়াছে বলিয়া প্রকাশ।

সূত্র: দৈনিক আজাদ, ১ এপ্রিল ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!