You dont have javascript enabled! Please enable it!

দেশে বিভিন্নস্থানে ডাকাতির হিড়িক

দেশে চুরি-ডাকাতির বিরাম নাই ঝাঁকে ঝাঁকে হত্যাকণ্ড ও খুন খারাবীর খবরও পাওয়া যাইতেছে। এক এক রাত্রিতে কোন গ্রামের চার পাঁচ বাড়িতে ডাকাতি হইতেছে বলিয়াও খবর আসিয়াছে। কোন কোন স্থানে গলাকাটা লাশ উদ্ধার করা হইয়াছে। ফলে সর্বত্র জনমনে ত্রাসের সঞ্চার হইতে চলিয়াছে। ডাকাত প্রভৃতি দুস্কৃতিকারীদের ভয়ে কোন কোন স্থানের লােকেরা বাড়ি ঘরের মমতা ত্যাগ করিয়া প্রাণ রক্ষার তাগিদে শহরে আশ্রয় গ্রহণে বাধ্য হইয়াছে। আমাদের কালিয়ার সংবাদদাতা জানাইয়াছেন যে, কালিয়া থানা এলাকায় চুরি-ডাকাতি বৃদ্ধি পাইয়াছে।
প্রকাশ, সম্প্রতি এক রাত্রিতে থানার কুলসুর গ্রামে এক রাত্রিতে ৪ বাড়িতে ডাকাতি হইয়াছে। দুবৃত্তেরা গভীর রাত্রে হানা দিয়া ঘরের দরজা খুলিয়া দিতে বলে এবং চিৎকার করিলে বা দরজা খুলিতে দেরী হইলে জীবন নাশের হুমকি দেয়। ঘরে ঢুকিয়া তাহারা পুরুষদের হাত পা বাধিয়া স্ত্রীলােকদের কোথায় কি আছে দ্রুত বাহির করিবার নির্দেশ দেয়। ডাকাতেরা ইচ্ছা মত চাউল, আটা, জামা কাপড় নগদ অর্থ, সােনার গহনা প্রভৃতি লইয়া চম্পট দেয়। যাবার সময় বলিয়া যায় যে, আমরা এই গ্রামের সব ঘরেই লক্ষ্মীপূজা করিব, শুধু তােদেরটা নিচ্ছি না। বর্তমানে কুশুর গ্রামের লােকেরা ডাকাতের ভয়ে সন্ত্রস্তভাবে দিন কাটাইতেছে। অনেক লােক গ্রাম ছাড়িয়া শহরে চলিয়া আসিতেছে বলিয়া খবর পাওয়া গিয়াছে।
জনগণ অবিলম্বে চোর ডাকাতের উপদ্রব প্রতিরােধের জন্য সরকারের নিকট আকুল আবেদন জনাইয়াছে।

******
দিনাজপুরের পঞ্চগড়ের সংবাদদাতার খবরে প্রকাশ, সম্প্রতি পঞ্চগড় থানার ২নং হাফিজাবাদ ইউনিয়নের বিশমনী গ্রামের মাে: আজিজুর হক প্রধানের বাড়িতে রাত ১২টার সময় ডাকাতি হইয়াছে। প্রায় ১৫ হাজার টাকার মালামাল, গয়নাপত্র ও নগদ টাকা লইয়া ডাকাতেরা সরিয়া গিয়াছে যাবার সময় ডাকাতেরা তিনটি ফাঁকা গুলী করিয়া যায়। প্রকাশ, কিছুক্ষণ পরেই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং সন্দেহ করিয়া পুলিশ দুই ব্যক্তিকে গ্রেফতার করে। এব্যাপারে থানার ইজাহার করা হইয়াছে।
এছাড়া সম্প্রীতি পঞ্চগড়ের বরদাহ গ্রামের হায়দার আলী (৪০ কে করতােয়া নদীর ধারে গলাকাটা অবস্থায় পড়িয়া থাকিতে দেখা যায়। কে বা কাহারা তাহাকে খুন করিয়াছে। প্রকাশ, সে ফুলতলা হাট হইতে বাড়ি ফিরিতেছিল। এ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয় নাই। লাশ ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে পাঠানাে হইয়াছে।
সংবাদদাতা আরও জানাইয়াছেন যে, সম্প্রতি বােদা থানার ৫ নং বড়শশী ইউনিয়নের চপড়ামারী ও খালপাড়া গ্রামে একই রাত্রে ৫ বাড়িতে ডাকাতি হইয়াছে বলিয়া খবর পাওয়া গিয়াছে। ডাকাতেরা নগদ টাকা, রেডিও, গয়নাপত্র লইয়া চলিয়া যায়। যাওয়ার পথে একটি ফাঁকা গুলী করে। ডাকাতেরা গৃহের লােকজনের উপর অকথ্য নির্যাতন চালাইয়াছে বলিয়াও প্রকাশ। সংবাদতাতা

***
রাজশাহীর সংবাদদাতার খবরে প্রকাশ, রাজশাহী সদর মহকুমার পকথানার দুইটি পাশাপাশি গ্রামে পরপর দুই রাত্রি দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়। কাদিপুর গ্রামের সুধীর কুণ্ডু নামক জনৈক গরীব বাড়িতে ডাকাতি হয়। ডাকাতেরা সুধীর কুণ্ডুকে মারধর করে এবং তাহার যথা সর্বস্ব লইয়া যায়।
যশােরের কোটচাদপুরস্থ সংবাদদাতার খবরে প্রকাশ, সম্প্রতি শহর ও শহরতলীর বিভিন্ন মহল্লায় প্রায়ই চুরির খবর পাওয়া যাইতেছে।
দিবারাত্রি এ চৌর্যবৃত্তি চলিতেছে বলিয়া প্রকাশ বাড়ির উঠান হইতে ঘরের বারান্দা হইতে কাপড়চোপড় অথবা রান্না ঘর হইতে বাসন পত্র, হাঁস মুরগী ইত্যাদি অহরহ চুরি হইতেছে। ফলে এই অঞ্চলের জনগণ দারুণ অসুবিধা ভােগ করিতেছেন বলিয়া জানা গিয়াছে। – নি: স:

সূত্র: দৈনিক আজাদ, ২ এপ্রিল ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!