You dont have javascript enabled! Please enable it! 1975.04.02 | ইন্দিরা-কামাল গুরুত্বপূর্ণ বৈঠক | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

ইন্দিরা-কামাল গুরুত্বপূর্ণ বৈঠক

পররাষ্ট্র মন্ত্রী ডঃ কামাল হােসেন সমুদ্র সীমা নির্ধারণ প্রশ্নে বাংলা-ভারত আলােচনায় অচলাবস্থা অবসানের জন্য আকস্মিক পদক্ষেপ হিসাবে ভারতীয় প্রধানমন্ত্রী মিসেস গান্ধীর সহিত আলােচনার উদ্দেশ্যে আজ ঢাকা প্রত্যাবর্তনের কর্মসূচী স্থগিত রাখেন।
ড: হােসেনের আজ চাকা প্রত্যাবর্তনের কথা ছিল কিন্তু মধ্যাহ্ন ভােজকালে তিনি আরাে এক দিনের জন্য দিল্লী সফরের সময় সীমা বৃদ্ধি করেন।
ড: কামাল হােসেন আজ মিসেস গান্ধীর সহিত ৪৫ মিনিট স্থায়ী এক বৈঠকে মিলিত হন। এই বৈঠকে পররাষ্ট্র মন্ত্রী মি: চ্যবনও উপস্থিত ছিলেন।
সমুদ্র সীমা নির্ধারণের ব্যাপারে কতিপয় ক্ষেত্রে উভয় পক্ষ এক মত হইয়াছেন বলিয়া অনুমান করা হইতেছে তবে কতিপয় ক্ষেত্রে এক দেশের অংশ অপর দেশে আসিয়া পড়ার ফলে সৃষ্ট সমস্যা অবসানে এখনও মতানৈক্য বিদ্যমান রহিয়াছে।
আগামী কাল ডঃ কামাল হােসেন ও মি: চ্যবন আবার আলােচনায় মিলিত হইবেন। পূর্ববর্তী খবরে প্রকাশ, ভারত, এবং বাংলাদেশ আজ সমুদ্র সীমা নির্ধারণ প্রশ্নে অচলাবস্থা অবসানে ব্যর্থ হয়। উভয় পক্ষ তাহাদের ৬ষ্ঠ দফা আলােচনা শেষে এই ব্যাপারে একট মীমংসার পন্থার বাহির করার প্রচেষ্টা অব্যাহত রাখার কথা ঘােষণা করেন।
উভয়দেশের পররাষ্ট্রমন্ত্রী মি: ওয়াইবি চ্যবন এবং ড: কামাল হােসেনের মধ্যে ৩দিন ব্যাপী আলােচনা শেষে একজন মুখপাত্র বলেন যে, পুনরায় এই আলােচনা শুরু করার তারিখ ও স্থান সম্পর্কে এখনও কোন সিদ্ধান্ত গ্রহণ করা হয় নাই।
মুখপাত্র সমগ্র ব্যাপারটিকে একটি জটিল প্রশ্ন” বলিয়া আখ্যায়িত করেন।

সূত্র: দৈনিক আজাদ, ২ এপ্রিল ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত