You dont have javascript enabled! Please enable it!

বঙ্গবন্ধুর পিতা শেখ লুৎফর রহমানের শেষ নিঃশ্বাস ত্যাগ

রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পিতা জনাব লুৎফর রহমান গতকাল রােববার বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহে ওয়াইন্নাইলাইছে রাজেউন)। বাসস এ খবর দিয়েছে।
গত মাস থেকেই শেখ লুৎফর রহমানের স্বাস্থ্যের অবনতি ঘটতে থাকে ও তাঁকে খুলনা থেকে ঢাকায় নিয়ে আসা হয়। মৃত্যুকালে রাষ্ট্রপতির পিতার বয়স হয়েছিল চুরানব্বই। গতকাল সন্ধ্যা ৮টা ২৯ মিনিটে তিনি পুত্র রাষ্ট্রপতির ধানমণ্ডিস্থ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
রাষ্ট্রপতির নবতিপর বৃদ্ধ পিতা দীর্ঘদিন ধরে রােগভােগের পরে মারা যাওয়ার সময় তাঁর শয্যাপার্শ্বে রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বেগম শেখ মুজিবুর রহমান ও পরিবারের অন্যান্য লােকজন উপস্থিত ছিলেন।

শয্যাপাশে যারা উপস্থিত ছিলেন
পরিবারের অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির তিন সন্তান শেখ কামাল, শেখ হাসিনা, শেখ রেহানা, রাসেল শেখ ফজলুল হক মণি এবং অন্যান্য আত্মীয় পরিজন। ছােট ছেলে শেখ নাসের বড় মেয়ে ফাতেমা বেগম শেখ লুৎফর রহমানের মৃত্যুকালে তাঁর শয্যাপাশে উপস্থিত থাকতে পারেননি।

সূত্র: সংবাদ, ৩১ মার্চ ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!