You dont have javascript enabled! Please enable it!

বঙ্গবন্ধুর সুদৃঢ় নেতৃত্বের প্রতি কোরীয় প্রতিনিধিদের সন্তোষ প্রকাশ

উত্তর কোরিয়ার গণপরিষদের স্পীকার মি: হােয়াজঙ্গ ইয়ােপ গত শনিবার বলেছেন যে, বঙ্গবন্ধুর সুদৃঢ় নেতৃত্বে বাংলাদেশ বর্তমান সঙ্কটজনক পরিস্থিতি কাটিয়ে উঠবে এবং জনগণ সুখ ও সমৃদ্ধিশালী জীবনযাত্রা গড়ে তুলতে সক্ষম হবে। মি: ইয়ােপ গতকাল দিল্লী যাত্রাকালে উপরােক্ত মন্তব্য করেন।
গত ২৫শে মার্চ মি: হােয়াং জঙ্গ ইয়ােপের নেতৃত্বে পাঁচ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধিদল ৫ দিনব্যাপী শুভেচ্ছা সফর করেন।
এই সফরকালে প্রতিনিধিদল রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, স্পীকার জনাব আব্দুল মালেক উকিল পররাষ্ট্র মন্ত্রী ড: কামাল হােসেন, কৃষি মন্ত্রী জনাব আব্দুস সামাদের সাথে সাক্ষাৎ করেন।
এছাড়া প্রতিনিধিদল আদমজী মিল চন্দ্রঘােনা কাগজের কল এবং কাপ্তাই পরিদর্শন করেন। এ খবর বাসস পরিবেশিত।

সূত্র: সংবাদ, ৩১ মার্চ ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!