You dont have javascript enabled! Please enable it!

বঙ্গবন্ধুর পিতার মৃত্যুতে বিভিন্ন মহলের শােক প্রকাশ

উপ-রাষ্ট্রপতি
উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম শেখ লুত্যর রহমানের ইন্তেকালে গভীর শােক প্রকাশ করেছেন। উপ-রাষ্ট্রপতি বলেছেন বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের পিতার ইন্তেকালে আমি শােকাভিভূত। তিনি ছিলেন একজন গৌরবান্বিত পিতা। জাতির জনকর মতাে একজন মহান সন্তানের জনক তিনি।
তিনি বলেন, এটা বঙ্গবন্ধুর জন্যে একটা ব্যক্তিগত ক্ষতি এবং জাতির জন্যেও ক্ষতি। দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে সমগ্র জাতি তার ইন্তেকালে শােক প্রকাশ করছে।
তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি অন্তরমথিত সহানুভূতি ও সমবেদনা জানাই। উপ-রাষ্ট্রপতি শেখ লুত্যর রহমানের আত্মার মাগফেরাত কামনা করেন।

শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ড: মােজাফফর আহমদ চৌধুরী শেখ লুত্যর রহমানের ইন্তেকালে গভীর শােক প্রকাশ করে বলেছেন, মহান বঙ্গবন্ধুর জন্যে তিনি ছিলেন অনুপ্রেরণার উৎস। তাঁর আশীর্বাদ বঙ্গবন্ধুকে সব সময়ে সকল ষড়যন্ত্র থেকে রক্ষা করতাে। বঙ্গবন্ধুর ব্যক্তিগত জীবনে এটা একটা অফুরণীয় ক্ষতি বলে তিনি বর্ণনা করেন।
ড: চৌধুরী মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।

গাজী গােলাম মােস্তফা
শেখ লুত্যর রহমানের ইন্তেকালে ঢাকা নগর বাকশালের সভাপতি গাজী গােলাম মােস্তফা এমপি গভীর শােক প্রকাশ করেছেন।
গাজী মােস্তফা বলেছেন, মরহুম লুৎফর রহমান বঙ্গবন্ধুর জন্যে তাঁর ছেলেবেলা ও রাজনৈতিক জীবনে বিরাট এক অনুপ্রেণার উৎস ছিলেন।
মরহুমের শােকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি তিনি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

সূত্র: সংবাদ, ৩১ মার্চ ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!