You dont have javascript enabled! Please enable it!

দন্ত চিকিৎসা সম্মেলনে শিল্পমন্ত্রী
যন্ত্রপাতিতে দেশকে স্বয়ং সম্পূর্ণ করে তুলতে হবে

শিল্পমন্ত্রী জনাব এ এইচ এম কামরুজ্জামান দেশকে দন্ত-চিকিৎসার যন্ত্রপাতি ও আনুষঙ্গিক। সামগ্রীতে স্বয়ংসম্পূর্ণ করে তােলার প্রয়ােজনীয়তার ওপর গুরুত্ব আরােপ করছেন।
তিনি বলেন, এর ফলে বর্তমান এ সামগ্রীগুলাে আমদানীর জন্য যে বৈদেশিক মুদ্রা খরচ হচ্ছে তা বাঁচানাে সম্ভব হবে।
গতকাল রােববার সকালে বাংলাদেশ দন্ত চিকিৎসক সমিতির বার্ষিক সম্মেলনে মন্ত্রী প্রধান অতিথি হিসেবে ভাষণ দিচ্ছিলেন। অনুষ্ঠানে সমিতির সভাপতি ডা: এম, এ, খান সভাপতিত্ব করেন। এ উপলক্ষে স্থানীয়ভাবে প্রস্তুত দন্ত চিকিৎসা সামগ্রীর এক প্রদশনীরও ব্যবস্থা করা হয়েছে।
সকল ক্ষেত্রে দেশকে স্বয়ংসম্পূর্ণ করে তােলার ব্যাপারে সরকারের দৃঢ়তার কথা উল্লেখ করে আশ্বাস দিয়ে বলেন, শিল্পোন্নয়নের জন্য সম্ভাব্য সবরকম সাহায্য দেওয়া হবে। তিনি বলেন, সম্ভাব্য স্বল্প সময়ের মধ্যে দেশকে স্বয়ংসম্পূর্ণ করে তুলতেই হবে। এরজন্যে জনসাধারণের সর্বাত্মক প্রচেষ্টা এবং সহযােগিতা প্রয়ােজন।
দন্ত প্রদর্শনীকে শুভ সূচনা করে উল্লেখ করে মন্ত্রী বলেন, একটানা গবেষণা এবং চর্চার ফলে ভবিষ্যতে এ সমাগ্রীগুলাের মান অবশ্য উন্নত হবে। তিনি উৎপাদনমুখী কর্মকতৎপরতার আমাদের কাঁচামাল ও বিপুল জনশক্তিকে সমাষ্টি করার আহ্বান জানান।

সূত্র: সংবাদ, ৩১ মার্চ ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!