২২ মার্চ ১৯৭১ঃ জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা
প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সকালে ২৫ মার্চ ঢাকায় অনুষ্ঠেয় জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করে বলেন, পাকিস্তানের উভয় অংশের নেতৃবৃন্দের মধ্যে আলোচনাক্রমে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্যের পরিবেশ সম্প্রসারণের সুযোগ সৃষ্টির জন্য ২৫ মার্চের অধিবেশন স্থগিত রাখা হয়েছে। প্রেসিডেন্ট এর এক মুখপাত্র জানিয়েছেন এ বিষয়ে খুব শীঘ্র প্রেসিডেন্ট জাতির উদ্দেশে বেতার ভাষণ দিবেন। আওয়ামী লীগের ঘনিষ্ঠ ৩ দলের ৪ নেতা জানিয়েছেন অধিবেশন স্থগিত করার বিষয়ে তাদের সাথে কোন পরামর্শ করা হয়নি। ঘোষণাটি এমন সময় প্রচার করা হয় যখন ইয়াহিয়া মুজিব এবং ভুট্টো আলোচনারত ছিলেন।