You dont have javascript enabled! Please enable it! 1975.03.30 | সাংবাদিক সম্মেলনে খাদ্যমন্ত্রী: তিনদিনের মধ্যে ২৫টি প্রকল্প চালু হবে | সংবাদ - সংগ্রামের নোটবুক

সাংবাদিক সম্মেলনে খাদ্যমন্ত্রী: তিনদিনের মধ্যে ২৫টি প্রকল্প চালু হবে
খাদ্যের বিনিময়ে কাজ ॥ ৭১টি প্রকল্প কার্যকর করা হবে

কাজের বিনিময়ে খাদ্য কাৰ্যসূচীর আওতাধীনে ৭১টি কৃষি ভিত্তিক প্রকল্প বাস্তবায়নের জন্য বিশ্ব খাদ্য কর্মসূচী বাংলাদেশকে চলতি বছর ৫৬ হাজার ৭শ’ ২৫ টন গম মঞ্জুর করেছে। আন্তর্জাতিক বাজারদর অনুযায়ী মঞ্জুরিকৃত গমের মূল্য প্রায় ১ কোটি ২০ লাখ ডলার। বাংলাদেশের মুদ্রার ৯ কোটি ৬০ লাখ টাকা, তবে প্রকৃতপক্ষে এই গম দিয়ে খাদ্য কর্মসূচীর আওতাধীনে ৩০ কোটি টাকার কাজ হবে।
গতকাল শনিবার সকালে খাদ্যমন্ত্রী জনাব আবদুল মােমিন স্বীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে ভাষণ দানকালে উপরােক্ত তথ্য প্রকাশ করে বলেন, এ গম পরিবহেরন জন্য প্রায় ৬২ লাখ টাকা ব্যয় হবে।
তিনি বলেন, আগামী তিন দিনের মধ্যেই কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচীর আওতাধীনে ২৫টি প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হবে। আগামী ১৫ই মে পর্যন্ত কাজ চলবে। প্রকল্পগুলাের মধ্যে কৃষি মন্ত্রণালয়ের ৬টি এবং ওয়াপদা-র ১৯টি প্রকল্প রয়েছে। তিনি আরাে বলেন, ২৫টি প্রকল্প বাস্তবায়নের জন্য খাদ্য মন্ত্রণালয়ের নিজস্ব মজুত হতে ৩ লাখ ৮৭ হাজার ৮৫ মণ গম বরাদ্দ করেছে। এই গম পরিবহনের জন্য ১৫ লাখ ৪৮ হাজার ৩শ’ ৪০ টাকা প্রয়ােজন হবে।
তিনি বলেন, আগামী জুন, জুলাই এবং আগষ্ট মাসের মধ্যে বিশ্বখাদ্য কর্মসূচীর ম গম বাংলাদেশে এসে পৌঁছবে বলে আশা করা হচ্ছে।

সূত্র: সংবাদ, ৩০ মার্চ ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত