প্রগতিশীল সমাজ গড়তে আধুনিক শিক্ষা ব্যবস্থা চাই-শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ড: মােজাফফর আহমদ চৌধুরী প্রগতিশীল সমাজ গড়ে তােলার জন্য সুষম ও আধুনিক শিক্ষা ব্যবস্থার প্রয়ােজনীয়তার উপর জোর দিয়েছেন। সােমবার সন্ধ্যায় তিনি সেন্ট্রাল উইমেন্স কলেজের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন।
দেশের শিক্ষার নিম্নমানের জন্য দুঃখ প্রকাশ করে শিক্ষামন্ত্রী বলেন, এই অবস্থার জন্য শুধু ছাত্র-ছাত্রীরাই দায়ী নয়, সামগ্রিকভাবে সমাজ এবং সরকারের নীতিও দায়ী। তিনি উল্লেখ করেন, শিক্ষা ব্যবস্থার সাফল্যের মূল তিনটি উপাদান থেকে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান বঞ্চিত। সে তিনটি হল ভালাে পাঠাগার, গবেষণাগারের সুযােগ-সুবিধা এবং দক্ষ শিক্ষককুল। ড: মােজাফফর আহমদ চৌধুরী ছাত্র, শিক্ষক, অভিভাবক এবং দেশের নেতৃবৃন্দের সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষা প্রতিষ্ঠানে সুস্থ পরিবেশ গড়ে তােলার প্রতিও জোর দিয়েছেন।
অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষা বেগজাদী মাহমুদা নাসির এবং অধ্যাপিকা আশফুন্নেসাও ভাষণ দেন।
পরে শিক্ষামন্ত্রী ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। একটি ইংরেজী এবং একটি বাংলা নাটক মঞ্চস্থ করার মাধ্যমে কলেজের বার্ষিক অনুষ্ঠান শেষ হয়। এ খবর জানিয়েছে এনা।
সূত্র: সংবাদ, ২৬ মার্চ ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত