স্বাধীনতা সংগ্রামে অবদান
২২ জন বঙ্গবন্ধু স্বর্ণপদক পাচ্ছেন
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে চুড়ান্ত বিজয়ে উত্তীর্ণ করার জন্যে বেতার মাধ্যমে যেসব শিল্পী, সংস্কৃতিসেবী এবং বেতারকর্মী তাঁদের সৃষ্টি বা তৎপরতা দ্বারা অসামান্য অবদান রেখেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাদেরকে স্বর্ণপদক ভূষিত করার নির্দেশ দিয়েছেন। এই নির্দেশের প্রেক্ষিতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংশ্লিষ্ট ১৮জন বিশিষ্ট শিল্পী, সংস্কৃতিসেবী ও বেতার কর্মী এবং চারজন ভারতীয় শিল্পী সংস্কৃতিসেবী ও বেতারকর্মীসহ মােট ২২ (বাইশ) জনকে বঙ্গবন্ধু স্বর্ণপদক দেওয়ার জন্য নির্বাচন করা হয়েছে।
তথ্য ও বেতার প্রতিমন্ত্রী জনাব তাজের উদ্দিন ঠাকুরের সভাপতিত্বে বিশিষ্ট শিক্ষাবিদ, শিল্পী, সংস্কৃতিসেবী জাতীয় সংসদ সদস্য ও পদস্থ কর্মচারী সমন্বয়ে গঠিত ১১ সদস্যবিশিষ্ট একটি কমিটি এঁদের নির্বাচন করেন।
পুরস্কারের জন্য নির্বাচিত শিল্পীরা হলেন বাংরাদেশের সর্ব জনাব মহরম রাজু আহমেদ, মরহুম আলতাফ মাহুমদ, মরহুম সর্দার আলাউদ্দিন, বেলাল মােহাম্মদ, আবল, কাশেম সন্দীপ, আব্দুল্লা আল ফারুক, মােস্তফা আনােয়ার, রেজাউল করিম চৌধুরী, রাশেদুল হাসান, আমিনুর রহমান, কাজী হাবিব উদ্দিন, শরফুজ্জামান, সৈয়দ আবদুস সাকের, গাজী মাজহারুল আনােয়ার, এম, আর আখতার, আপেল মাহমুদ, শ্রী রথীন্দ্রনাথ রায় ও শ্রীসমর দাস এবং ভারতের শ্রী দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, শ্রী গৌরী প্রসন্ন মজুমদার, শ্রী প্রণবেশ সেন ও শ্রী অংশুমান রায়।
নির্বাচিত শিল্পী সংস্কৃতিসেবী বেতার কর্মীরা সবাই বেতার মাধ্যমে বাংলাদেশের মুক্তি সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা পালন করেন। তথ্য দফতরের এক তথ্য বিবরণীতে একথা জানানাে হয়।
সূত্র: সংবাদ, ২৬ মার্চ ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত