মুক্তিযােদ্ধা সংসদ কেন্দ্রীয় কমিটি পুনর্গঠিত
গত ২৩শে মার্চ গভীর রাত পর্যন্ত বাংলাদেশ মুক্তিযােদ্ধা সংসদের এক জরুরী বর্ধিত সভা জনাব আবদুল মতিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ, সম্মেলনে প্রস্তুতি কমিটির সদস্য এবং সকল জেলার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সভায় সর্বসম্মতিক্রমে কেন্দ্রীয় কার্যকরী কমিটি বাতিল ঘােষণা করা এবং একুশ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যদের নাম দেওয়া হলাে: সব জনাব আবদুল মতিন চৌধুরী, আবদুল আজিজ, মােফাজ্জেল হােসেন চৌধুরী মায়া, জাফর ইকবাল, জিল্লুর রহিম দুলাল, রেজাউল কবির রাজু, আবুর হায়াত কুদরতে খােদা, কবির হােসেন ভূইয়া, জহুরুল হক, কবীর আহমদ, আব্বাস উল্লাহ, আমিনুল ইসলাম নসু, মাহফুজুর রহমান আমান, সাইফ আলী খান ফারুক, আলমগীর সাঈদ মােল্লা, আওলাদ হােসেন মতি, আবুল কাসেম, মাহমুদ হাসান, নজরুল ইসলাম, এবং ফেরদৌস আরা ডলি। জনাব আবদুল মতিন চৌধুরীকে কমিটির চেয়ারম্যান করা হয় বলে গতকাল সােমবার বাংলাদেশ মুক্তিযােদ্ধা সংসদের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়।
সূত্র: সংবাদ, ২৫ মার্চ ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত