দিনাজপুরে অগ্নিকাণ্ডে ৬০ হাজার টাকার সম্পদ পুড়ে গেছে
দিনাজপুর দুটি অগ্নিকাণ্ডে ৭০ মন ধানসহ প্রায় ষাট হাজার টাকার মালামাল পুড়ে গেছে।
গত শনিবার রাত বারােটার দিকে দিনাজপুর শহরের ৮ মাইল দক্ষিণ-পূর্বে অবস্থিত পাঁচকুড় গ্রামের জনাব মকিবুদ্দিন ও কারী রুহুল আমিনের বাড়িতে হঠাৎ আগুন লাগে এবং তিনটি বাড়িই পুড়ে যায়।
প্রয়ােজনীয় কাগজপত্র, বইপুস্তকসহ ৭০ মণ ধান ও ৪০ হাজার টাকার অন্যান্য মালামাল সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে যায়।
পার্বতীপুর হতে অপর এক অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। উক্ত অগ্নিকাণ্ডের ফলে প্রায় ১০ হাজার টাকার মালামাল পুড়ে গেছে।
প্রকাশ, গত বুধবার পার্বতীপুরস্থ পুরান বাজার এলাকায় ঢাকাইয়া পট্টিতে আগুন লাগলে তিনখানি ঘর ও ঘরের ভিতরের প্রায় ১০ হাজার টাকা মূল্যের মালামাল পুড়ে যায়।
সূত্র: সংবাদ, ২৫ মার্চ ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত