You dont have javascript enabled! Please enable it!

২৬শে মার্চের জনসভার প্রস্তুতি

আগামীকাল (২৬শে মার্চ) সােহরাওয়ার্দী উদ্যানে আয়ােজিত জনসভার প্রস্তুতিপর্বে গতকাল (সােমবার) রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে অসংখ্য সভা, সমাবেশ সেমিনার, কর্মিসভা, পথসভা ও মিছিল হয়। স্বতঃস্ফূতভাবে আয়ােজিত এসব অনুষ্ঠানে জনগণের প্রতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গুরুত্বপূর্ণ ভাষণ শােনার জন্য সভায় অংশ নেওয়ার আহ্বান জানানাে হয়।
ঢাকা শহর: বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগের ঢাকা নগর শাখার উদ্যোগে গতকাল সােমবার সুত্রাপুর, কোতােয়ালী, রমনা, লালবাগ, তেজগাও মােহাম্মদপুর, মীরপুর এবং গুলশান থানার বিভিন্ন ইউনিয়নের কর্মীরা প্রচার মিছিল বের করেন।
যুবলীগঃ বাংলাদেশ আওয়ামী যুবলীগের উদ্যোগে শহরের বিভিন্ন এলাকার পথসভা অনুষ্ঠিত হয়। এছাড়া মানিকগঞ্জ, পাবনা, ময়মনসিংহ, চট্টগ্রাম, জামালপুর, কুমিল্লা, চাঁদপুর, নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে সভা, সমাবেশ এবং মিছিল অনুষ্ঠিত হয়।
উজালা ম্যাচফ্যাক্টরী: উজালা ম্যাচ ফ্যাক্টরীর মাঠে বিকেল সাড়ে ৫টায় বাংরাদেশ ট্রেড ইউনিয়নের উদ্যোগে উজালা ম্যাচ শ্রমিক ইউনিয়নের সভাপতি জনাব মঞ্জুরুল আহসানের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।
চ্যাম্পিয়ন নিয়ন সাইন শ্রমিক ইউনিয়ন: চ্যাম্পিয়ন নিয়ন সাইন শ্রমিক ইউনিয়ন ও গ্রীনওয়েজ পাবলিসিটি শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে ২৪নং বঙ্গবন্ধু এভিনিউ (তিন তলার) এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি জনাব বেলায়েত হােসেন।
হাজারীবাগ ট্যানারী: হাজারীবাগ ট্যানারী ওয়াকার্স ইউনিয়নের উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় পর মিছিল বের করা হয়।

সূত্র: সংবাদ, ২৫ মার্চ ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!