কিশােরগঞ্জের পল্লীতে আসাদুজ্জামান
দ্বিতীয় বিপ্লব সফল করতে কৃষকদের সহযােগিতা চাই
পাটমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান গতকাল বলেন যে, সমাজ থেকে সর্বপ্রকার দুর্নীতিবাজদের উচ্ছেদ করে একটা শােষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্যই বঙ্গবন্ধু দ্বিতীয় বিপ্লব ঘােষণা করেছেন। তিনি কিশােরগঞ্জ থেকে ৮ মাইল দূরে পাকুন্দিয়া কলেজ প্রাঙ্গণে এক জনসভায় ভাষণ দিচ্ছিলেন।
মন্ত্রী আশা প্রকাশ করেন যে, কৃষকরা দ্বিতীয় বিপ্লব সার্থক করে তুলবে। তিনি বলেন, কিছু সংখ্যক দুষ্কৃতিকারী, মজুতদার, কালােবাজারী, দুর্নীতিবাজ ও রাষ্ট্রবিরােধী ব্যক্তি আইন-শৃংখলা পরিস্থিতিকে খারাপ করার চেষ্টা করছে।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লবে সরকারী কর্মচারী ও সাধারণ মানুষ সহযােগিতার মনােভাব নিয়ে সততা ও নিষ্ঠার সাথে কঠোর পরিশ্রম করবে।
তিনি আরাে বলেন, যারা জাতীয় স্বার্থে সততা ও নিষ্ঠার সাথে কাজ করবে তাদের অবশ্যই পুরস্কৃত করা হবে। পূর্বাহ্নে তিনি স্থানীয় বার সমিতিতে বক্তৃতা দেন।
সূত্র: সংবাদ, ২৩ মার্চ ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত