You dont have javascript enabled! Please enable it!

রাষ্ট্রপতির কাছে ফিন রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

বাংলাদেশে নিযুক্ত ফিনল্যাণ্ডের রাষ্ট্রদূত মিস রিটাওরাে গতকাল শনিবার রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে পরিচয়পত্র পেশ করেছেন। গণভবনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে মিস ওরাে তাঁর পরিচয়পত্র পেশ করেন।
মিস ওরাে অনুষ্ঠানে রাষ্ট্রপতি বঙ্গবন্ধুকে ফিনল্যাণ্ডের প্রেসিডেন্টের একটি বার্তা প্রদান করেন।
মিস ওরােকে অভ্যর্থনা জানিয়ে রাষ্ট্রপতি বলেন যে, বাংলাদেশ ও ফিনল্যাণ্ডের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক জোরদার করার জন্য দু’দেশের মধ্যে সম্ভাব্য সকল প্রকার সহযােগিতার সম্পর্ক গড়ে তােলা হবে।

সূত্র: সংবাদ, ২৩ মার্চ ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত