সরকারী প্রেসনোেট
সিমেন্ট বিতরণে পারমিট প্রথা চালু থাকবে
সরকার সিমেন্ট বিতরণ সহজ ও দ্রুততর করার জন্য কতিপয় নতুন পদক্ষেপ নিয়েছেন। প্রকৃত ব্যবহারকারীদের জন্য নির্ধারিত মূল্যে সিমেন্ট সরবরাহ নিশ্চিত করার উদ্দেশ্যে আগের মতই পারমিট প্রথা চালু থাকবে। গতকাল শনিবার বাণিজ্য ও বহির্বাণিজ্য মন্ত্রণালয়ের এক প্রেসনােটে একথা বলা হয়।
সরকারী প্রেসনােটের পূর্ণ বিবরণ নিম্নে দেওয়া হল:
সরকার লক্ষ্য করেছেন যে, ইদানীং সিমেন্ট সম্পর্কে কোন কোন মহল বিশেষ উদ্দেশ্য নিয়ে সিমেন্ট ডিলার এবং ব্যবহারকারীদের মনে একটি বিভ্রান্তি সৃষ্টির প্রচেষ্টা চালাচ্ছে। এতে সিমেন্টর উত্তোলন ও বিতরণ ব্যাহত হতে পারে বিধার সরকার সিমেন্ট বিতরণ নীতি এবং এর জন্য যে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে তা পুনরায় ব্যাখ্যা করার প্রয়ােজন বােধ করছেন।
বর্তমানে সিমেন্টের সরবরাহ পরিস্থিতির উন্নতি হওয়ায় এবং নির্মাণ কার্যের জন্য বর্তমান মৌসুমের প্রয়ােজন যতদূর সম্ভব মেটাবার জন্য সরকার নিম্নলিখিত ব্যবস্থা গ্রহণ করেছেন:
(১) মােট সিমেন্টের ৭০ ভাগ পূর্বের মতই সরকারী খাতে বরাদ্দ করা হবে এবং অবশিষ্ট ৩০ ভাগ বিভিন্ন জেলা মহকুমার জনসংখ্যা ও প্রয়ােজনের পরিপ্রেক্ষিতে মনােনীত ডিলারদের মাধ্যমে পারমিটের ভিত্তিতে জনসাধারণের মধ্যে বিতরণ করা হবে।
(২) জনসাধারণ যাতে তাদের থানা এলাকার সিমেন্টের জন্য সহজে পারমিট পেতে পারেন। তা নিশ্চিত করার জন্য জেলা/মহকুমা প্রশাসক-এর স্থলে বিগত ২৬শে ফেব্রুয়ারী, ১৯৭৫ তারিখ। হতে সাকেল অফিসার (উন্নয়ন)কে সিমেন্টের জন্য পারমিট ইস্যু করার ক্ষমতা দেওয়া হয়েছে।
সি,ও (উন্নয়ন)কে দ্রুততা ও উদারতার সাথে পারমিট দেবার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, যাতে ডিলারদের কাছে সিমেন্ট মজুত পড়ে না থাকে সেই উদ্দেশ্যে সি, ও (উন্নয়ন)কে স্থানীয় থানা বিতরণ কমিটির পূর্ব অনুমােদন ব্যতিরেকেই পারমিট ইস্যু করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। অবশ্য ইস্যুকৃত পারমিটের একটি তালিকা পরবর্তী পর্যায়ে থানা কমিটির কাছে পেশ করতে হবে, যাতে এই কমিটি প্রকৃত ব্যবহার কারীদিগকে পারমিট ইস্যু করা হয়েছে কিনা পরীক্ষা করে দেখতে পারেন যাতে পারমিট ইস্যু করতে বিলম্ব না হয় এই জন্য ডি, সি, এ, ডি ও, সি ওগণকে পুনরায় তাগিদ দেওয়া হচ্ছে।
(৩) সরকারী সংস্থা ও বেসরকারী ডিলারদের কাছে আরও দ্রুত সিমেন্ট সরবরাহের জন্য টি, সি, বি সম্প্রতি ঢাকাতেও একটি নতুন সরবরাহ কেন্দ্র খুলেছে। এই নতুন সরবরাহ কেন্দ্র হতে সকল বরাদ্দপ্রাপ্তদিগকে সিমেন্ট দেওয়া হবে।
সরকার বিশ্বাস করেন যে, উপরােক্ত ব্যবস্থায় সিমেন্ট বিতরণ সহজ ও দ্রুত হবে এবং প্রকৃত ব্যবহারকারীদের জন্য নির্ধারিত মূল্যে সরবরাহ দিব। সুতরাং সিমেন্ট বিতরণের জন্য পারমিট প্রথা প্রত্যাহার করে অবাধ বিক্রয় ব্যবস্থা চালু করার কোন প্রয়ােজন নেই এবং এই রকম কোন প্রস্তাব সরকার বিবেচনা করছেন না। আবার বিক্রয় ব্যবস্থার সিমেন্টের কালােবাজারি রােধ করা সম্ভব নয়। অনেক চেষ্টা করে সরকার এই দুর্নীতি অনেকাংশে বন্ধ করতে সক্ষম হয়েছেন। অবাধ বিক্রয়ের অনুমতি দিয়ে পুনরায় এই দুর্নীতিকে উৎসাহ দেওয়া যায় না।
সূত্র: সংবাদ, ২৩ মার্চ ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত