You dont have javascript enabled! Please enable it! 1975.03.23 | ধান-চাল চলাচলে বাধা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে | সংবাদ - সংগ্রামের নোটবুক

ধান-চাল চলাচলে বাধা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে

দেশের অভ্যন্তরে কার্ডনিং প্রথা প্রত্যহৃত হওয়া সত্ত্বেও কোন কোন মহল ধান-চাল চলাচলে বাধা সৃষ্টি করতে বলে অভিযােগ পাওয়া যাচ্ছে। কেবলমাত্র সীমান্তের দশ মাইল বেষ্টনী ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে ধান-চাল চলাচলে কোন বাধানিষেধ নেই।
বােরাে মৌসুমে ধান কেটে ভাগালু (ধাওয়াল বা ভাগ মজুদরা) তাদের মজুরি বাবদ ভাগে যে ধান পাবে তা তারা নিজ নিজ এলাকার নিয়ে যেতে পারবে।
অন্যায়ভাবে কোন মহল ধান-চাল চলাচলে কোন বাধা সৃষ্টি করলে সৃষ্টিকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
কেউ যদি ধান-চাল চলাচলে বাধা প্রদান করে তা হলে সংশ্লিষ্ট জেলা খাদ্য নিয়ন্ত্রক বা জেলা প্রশাসনকে অবহিত করলে তারা বাধা প্রদানকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন এবং প্রয়ােজনীয় দণ্ডমূলক ব্যবস্থা নেবেন।
গতকাল শনিবার এক সরকারী তথ্য বিবরণীতে একথা বলা হয়।

সূত্র: সংবাদ, ২৩ মার্চ ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত