এযাবৎ সােয়া লাখ একর জমি বিলি
প্রকাশ, সরকার ১৯৭৫-এর জানুয়ারি পর্যন্ত মােট ১ লাখ ২৫ হাজার ৬শ’ ৬১ একর জমি ভূমিহীন কৃষকদের মাঝে বন্টন করেছেন। অভিজ্ঞ মহলের মতে উল্লেখিত জমি বর্তমানে ভূমিহীন কৃষক পরিবারের হাতে নেই। সরকার জমি প্রদানের আরেকটি শর্তে সমবায়ের মাধ্যমে এই সকল জমি চাষ করার জন্য নির্দেশ দিয়েছেন, কিন্তু সর্বত্রই খাস জমি একই স্থানে অবস্থিত নয় বলে সমবায় আন্দোলনও সেখানে গড়ে উঠছে না।
অন্য এক খবরে প্রকাশ, পার্বত্য চট্টগ্রামসহ বাংলাদেশে ১০০ বিঘা জমি সিলিং ঘােষণার পর এ যাবৎ মাত্র ৭৭ হাজার ৭শ’ ১২ একর জমির মালিক তাদের জমি সরকারকে দেবার প্রস্তাব করেছেন। এর মধ্য থেকে গত জানুয়ালী পর্যন্ত মাত্র ২০ হাজার ৮শ’ ৭০ একর জমি সরকার দখল নিয়েছেন বলে জানা যায়।
এই হিসেবে ১০০ বিঘা জমি সিলিং যথাযথভাবে পালিত হয়নি বলেই সাধারণ মানুষ মনে করেন। কারণ এটি বিশেষ হিসেবে এটা বলা যায় ১০০ বিঘা জমি সিলিং য্যথাযথভাবে পালিত হলে কম করে হলেও ৭ থেকে ১০ লাখ একর প্রথম পর্যায়ে জমি সরকারের হাতে এসে যেতাে।
সূত্র: সংবাদ, ২৪ মার্চ ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত