২২ মার্চ ১৯৭১ঃ সশস্ত্র বাহিনীর প্রাক্তন বাঙালি সৈনিক সমাবেশ
বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ চত্বরে প্রাক্তন বাঙালি সামরিক অফিসার ও জোয়ানদের সমাবেশে সভাপতিত্ব করেন মেজর জেনারেল (অঃ) এম আই মজিদ এবং সমাবেশটি পরিচালনা করেন কর্নেল ওসমানী। শপথ গ্রহণ করে অন্য অফিসার ও জোয়ানদের কর্মস্থল ত্যাগ করে যুদ্ধে যোগদানের আহবান যানানো হয়। সমাবেশে বক্তারা বলেন, বাংলার নেতা শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের জন্য যে অভূতপূর্ব ঐক্য গড়ে উঠেছে তাতে প্রক্তন সৈনিকরা আর প্রাক্তন হিসেবে বসে থাকতে পারে না। তারা সেখানে শেখ মুজিবুর রহমানের কর্মসূচী সফল করার জন্য শপথ নেন। সমাবেশে কর্নেল অবঃ এম এ ওসমানী এমএনএ বক্তব্য দেন। সমাবেশ শেষে শহীদ মিনার হয়ে সবাই শেখ মুজিবের বাড়িতে যান। শেখ মুজিবের বাসভবনে তারা চারজন শেখ মুজিবের সাথে একান্ত বৈঠক করেন। মেজর জেনারেল (অঃ) এম আই মজিদ / কর্নেল অঃ ওসমানী সংগ্রামের প্রতীক হিসেবে শেখ মুজিবের হাতে একখানা তরবারী তুলে দেন। (মতান্তরে ২৪ তারিখ মেজর জেনারেল (অঃ) এম আই মজিদ শেখ মুজিবের সাথে দেখা করে হাতে একখানা তরবারী তুলে দেন।)
নোটঃ মেজর জেনারেল (অঃ) এম আই মজিদ পূর্ব পাকিস্তানের স্থায়ী বাসিন্দা ছিলেন না। তিনি অবসরের পর ৬২ সালের দিকে ফতুল্লা গ্রামে স্থায়ী হন। তিনি বয়স্ক ছিলেন এবং পালানোর আগেই গ্রেফতার হয়ে যান। তাই তার পরিবর্তে ওসমানী বাহিনী প্রধান হিসেবে উপযুক্ত ছিলেন।