আশুগঞ্জ সার কারখানা
২ কোটি সুইস ফ্রাঙ্ক ঋণ
সুইজারল্যাণ্ড, ২০শে মার্চ (এনা)। গতকাল এখানে সম্পাদিত এক চুক্তির অধীনে সুইস সরকার ঢাকার আশুগঞ্জে প্রস্তাবিত সার কারখানা নির্মাণের জন্য ২ কোটি সুইজ ফ্রাঙ্ক ঋণ দেবে।
১০ বছরের রেয়াতী মেয়াদসহ ৫০ বছরে এই ঋণ পরিশােধ করতে হবে। সুদের হার হচ্ছে। দশমিক ৭৫।
সুইজারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব হারুনুর রশিদ চৌধুরী এবং সুইজারল্যান্ডের পক্ষে রাষ্ট্রদূত জ্যাকব চুক্তিতে স্বাক্ষর করেন।
সূত্র: সংবাদ, ২১ মার্চ ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত