You dont have javascript enabled! Please enable it!

দৈনিক ব্রাসেনের সাথে সাক্ষাৎকারে ব্রিজবার্গ
বাংলাদেশ সম্পর্কে পশ্চিমা দেশগুলাের ধারণা ঠিক নয়

কোপেন হেগেন, ২০শে মার্চ (বিপিআই)। বাংলাদেশের একটি সমৃদ্ধশালী দেশে পরিণত হওয়ায় সম্ভাবনা রয়েছে, অর্থনৈতিক ও কারিগরি ক্ষেত্রে বাংলাদেশ ধীরে ধীরে অগ্রগতির পথে এগিয়ে চলেছে, কিন্তু এ ব্যাপারে বাংলাদেশের বাইরে অনেকেই খুব একটা অবহিত নন। পশ্চিমা দেশগুলােতে এ দেশ সম্পর্কে প্রচলিত যে ধারণা রয়েছে তা ঠিক নয়।
সম্প্রতি এ মন্তব্য করেছেন কোপেন হেগেনে নিযুক্ত বাংলাদেশের অবৈতনিক কন্সাল জেনারেল মি: ফ্রান্ডস ব্রিজবার্গ।
এখানকার একটি শীর্ষস্থানীয় দৈনিক ‘দি ব্রাসেনের সঙ্গে এক সাক্ষাৎকারে মি: ব্রিজবার্গ বলেন, বাংলাদেশ শুধু ক্ষুধার্ত শিশু ও প্রাকৃতিক বিপর্যয়ের করালগ্রাসে পতিত দেশ নয়। এখানে কারিগরি ও অর্থনৈতিক উন্নয়নকেও উৎসাহিত করার হচ্ছে-বাইরে থেকে একথা আমরা অনেকেই জানি না।
বাংলাদেশের সম্পদ ও সম্ভাবনার ব্যাপারে মি: ব্রিজবার্গ গভীর আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, বাংলাদেশ সম্পর্কে বাইরে যে ধারণা রয়েছে তা ঠিক নয়।
তিনি বলেন, বাংলাদেশ সামাজিক ও অর্থনৈতিক সমস্যায় ভুগছে একথা সত্য; কিন্তু এখানে প্রাকৃতিক সম্পদ ও জনগণ রয়েছেন। তাই একটি সুখী সমাজ গঠনের সকল প্রকার সম্ভাবনা এদেশে রয়েছে।
উল্লেখ্য যে, বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে অবহিত হওয়ার উদ্দেশ্যে মি: ব্রিজবার্গ সম্প্রতি এদেশ সফর করেন।
মি: ব্রিজবার্গ বলেন, বড় বড় শহরগুলােতে দারিদ্র্য ও অভাব পরিলক্ষিত হলেও চিরসবুজে ঘেরা হাজার হাজার পল্লী এলাকার জনগণ তুলনামূলকভাবে ভাল থাকেন। সেখানে প্রতি কিলােমিটার জায়গা ব্যবহারে আনা হয়েছে।
তিনি বলেন, অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ সরকার অক্লান্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিশ্বব্যাংক ও বিদেশ থেকে প্রাপ্ত সাহায্য ও মঞ্জুরির সাহায্যে সরকার বিরাট কর্মসূচী হাতে নিয়েছেন বলে তিনি জানান। আর এই উন্নয়ন কর্মসূচীর পেছনে রয়েছে দেশের দক্ষ ও সুযােগ্য প্রশাসনযন্ত্র।

সূত্র: সংবাদ, ২১ মার্চ ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত