You dont have javascript enabled! Please enable it!

রাজশাহীতে ১৯ জন ডাকাতসহ ২৩ ব্যক্তি গ্রেফতার

রাজশাহী জেলার বিভিন্ন এলাকা থেকে পুলিশ সম্প্রতি উনিশ জন ডাকাত এবং তিন জন উগ্রপন্থীকে গ্রেফতার করেছে বলে পুলিশ সুপার জানিয়েছেন। গােপনসূত্রে খবর পেয়ে গােদাগাড়ী থানার পাকড়ী গ্রাম থেকে ৩ জন চরমপন্থীকে পুলিশ গ্রেফতার করেছে। চরমপন্থী গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম (১) আবদুস সালাম, (২) নওশাদ আলিম, (৩) গৌরচন্দ্র মােহন্ত। এদের কাছ থেকে পুলিশ মার্কফোর ১টি রাইফেল, ৭ রাউণ্ড গুলী ও ৩৩ রাউণ্ড ষ্টেনগানের গুলী উদ্ধার করেছে।
পুলিশ নাচোল, শিবগঞ্জ, নবাবগঞ্জ এবং সান্তাহার থেকে ১৭ জন ডাকাতকে গ্রেফতার করেছে এবং ডাকাতদের কাছ থেকে একটি ষ্টেনগান, একটি রাইফেল ও রেডিওসহ প্রচুর মালামাল উদ্ধার করেছে।
গত বৃহস্পতিবার রেশা থানার নােনাহার গ্রামের জনৈক সােয়েব আলীর বাড়িতে একদল সশস্ত্র ডাকাত চড়াও হয়ে গুলী বর্ষণ করে। প্রথম পর্যয়ে ডাকাতদের গুলীবর্ষণের জবাবে গৃহকর্তাও তার বন্দুক ব্যবহার করেন। শেষে গৃহকর্তাকে আত্মসমর্পণ করতে হয়। ডাকাতরা অলংকারাদি প্রায় ১২ হাজার টাকার মালামাল নিয়ে যায়। পুলিশ ডাকাতির সাথে যুক্ত থাকার অভিযােগে দু’জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। পােরশা থানায় ডাকাতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সূত্র: সংবাদ, ২১ মার্চ ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!