বয়স্কাউট র্যালীতে খাদ্যমন্ত্রী
আত্মত্যাগের আদর্শে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে
রংপুর, ১৮ই মার্চ (বাসস)। খাদ্যমন্ত্রী জনাব আবদুল মােমিন আজ দেশের বয়স্কাউটদের মানবতার প্রতি আত্মত্যাগের আদর্শের সংগ্রামের জন্য প্রশিক্ষণ গ্রহণ করার আহ্বান জানান।
মওলানা কেরামত আলী নগরে রাজশাহী বিভাগের তৃতীয় আঞ্চলিক বয়স্কাউট র্যালীর উদ্বোধনী ভাষণে খাদ্যমন্ত্রী এ কথা বলেছেন।
তিনি বলেন, দেশের ভবিষ্যৎ নেতৃত্ব কাঁধে নেওয়ার জন্য নিজেদের ভালভাবে গড়ে তুলতে হবে বলে তিনি উল্লেখ করেন বর্তমান অবস্থায় দেশ পুনগঠনে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালনের জন্যও তিনি আহ্বান জানান।
তিনি বলেন, জাতীয় উন্নয়নে যুবসমাজ বিশেষ অবদান রাখতে পারে। তিনি বলেন, “তােমরা আমাদের ভবিষ্যৎ আশা ও আকাংখা।
সূত্র: সংবাদ, ২০ মার্চ ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত