অস্ত্র উদ্ধার
কয়েকজন দুষ্কৃতিকারী গ্রেফতার
ঝিনাইদহে নিয়ােজিত জাতীয় রক্ষীবাহিনীর লােকেরা গতকাল সন্ধ্যায় ফরিদপুর জেলার পাংশা থানার কশবা মাজাইন গ্রাম থেকে কয়েকজন দুস্কৃতিকারীকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে ৪টি রাইফেল, ১টি এস, এল, আর এবং রাইফেলের ৪শ’ রাউণ্ড গুলী উদ্ধার করা হয়েছে।
ঝিনাইদহর রক্ষীবাহিনী সূত্রে জানা গেছে, গােপনসূত্রে খবর পেয়ে রক্ষীবাহিনীর জোয়ানরা উক্ত কশবা মাজাইল গ্রামে হানা দেয় এবং কয়েকজন কুখ্যাত দুস্কৃতিকারীর কাছ থেকে উল্লিখিত অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।
সূত্র: সংবাদ, ২০ মার্চ ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত