সংস্থাপন বিভাগের প্রচেষ্টায়
সচিবালয়ে বাংলায় কাজ চালু হয়েছে
রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশের পরিপ্রেক্ষিতে সর্বস্তরে বাংলাভাষা চালুর প্রচেষ্টাকে সাফল্যমণ্ডিত করার জন্য বাংলাদেশ সরকারের সংস্থাপন বিভাগ কর্তৃক বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সরকারী অফিস-আদালতে, বিশেষ করে সচিবালয়ে বাংলায় নােট লিখন ও সারাংশ প্রণয়নের কাজ চালু করা হয়েছে। এ উদ্দেশ্যে ইতিমধ্যেই ৫৪৮ জন উর্ধ্বতন ও নিম্নতম কর্মচারীকে দক্ষতার সাথে কার্যনির্বাহ ও অন্যান্য বিষয়ের সাথে বাংলায় নথিপত্র লিখন ইত্যাদি সম্বন্ধে প্রশিক্ষণ দান করা হয়েছে।
এ ছাড়া সংস্থাপন বিভাগের অধীন কর্মচারী প্রশিক্ষণ প্রতিষ্ঠানের (স্টাফ ট্রেনিং ইনস্টিটিউট) স্বাধীনতা লাভের পর বিভিন্ন মন্ত্রণালয় ও অন্যান্য সরকারী অফিস হতে মােট ৩৩৯ জন মুদ্রাক্ষরিককে বাংলা মুদ্রাক্ষর বিদ্যা প্রশিক্ষণ দান করা হয়েছে এবং ৫৩ জন সাট লিপিকারকে (স্টেনােগ্রাফার) বাংলায় সাট লিপি (সটহ্যান্ড) শিক্ষা দেওয়া হয়েছে।
বাংলাভাষার বহুল ব্যবহারের জন্য এই বিভাগ কর্তৃক সরকারী কাজে ব্যবহৃত ও জনসাধারণের ব্যবহার সকল প্রকার ইংরেজী ফরম, রশিদ, ক্লিপ ইত্যাদি বাংলায় অনুবাদ করে বিভিন্ন অফিসে চালু করার পদক্ষেপ নেওয়া হয়েছে। এ জন্য এ পর্যন্ত নিত্য ব্যবহার্য ৪২৫টি ইংরেজী ফরম বাংলায় অনুবাদ করা হয়েছে এবং বহু ফরম সরকারী মুদ্রণালয় কর্তৃক ছাপানাে হয়েছে। এই সমস্ত ফরম খাদ্য বিভাগ, বহিরাগমন ও পাসপাের্ট বিভাগ, সেনা বিভাগ, পুলিশ, রেলওয়ে, শুল্ক বিভাগ, জাতীয় সঞ্চয় বিভাগ, হাসপাতাল সমূহ এবং মহাহিসাব রক্ষকের অফিস ও অন্যান্য অফিসে বিতরণ করা হয়েছে।
এ ছাড়া চিঠিপত্রের প্রাপ্তি স্বীকার, তাগিদপত্র ও অন্যান্য প্রয়ােজনীয় ফরম বাংলায় অনুবাদ করে ছাপার জন্য ইতিমধ্যেই মুদ্রণালয়ে দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে উল্লেখ করা যেতে পারে যে, সরকারী অফিসসমূহে বহুসংখ্যক ফরম ব্যবহৃত হয়ে আসছে। সংস্থাপন বিভাগ এই ফরমগুলাে বাংলায় অনুবাদ করার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন। ফরমগুলাের বাংলা অনুবাদ অতি শিগগিরই সম্পন্ন হবে বলে আশা করা যাচ্ছে।
সূত্র: সংবাদ, ২০ মার্চ ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত