You dont have javascript enabled! Please enable it! 1975.03.20 | বঙ্গবন্ধুর জন্মদিনে বিভিন্ন স্থানে সভা-সমাবেশ-মিলাদ | সংবাদ - সংগ্রামের নোটবুক

বঙ্গবন্ধুর জন্মদিনে বিভিন্ন স্থানে সভা-সমাবেশ-মিলাদ

দেশের বিভিন্ন স্থানে যথাযােগ্য মর্যাদার সাথে বঙ্গবন্ধুর ৫৫তম জন্ম বার্ষিকী উদযাপন করা হয়েছে।
সিলেট: সিলেট থেকে আমাদের নিজস্ব বার্তা পরিবেশক লিখেছেন, সেখানে যথাযােগ্য মর্যাদার সাথে বঙ্গবন্ধুর ৫৫তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে স্থানীয় সরকারী, বেসরকারী ভবন ও দোকানপাটে পতাকা উত্তোলন করা হয়।
বাকশাল সিলেট জেলা শাখা এক ব্যাপক কর্মসূচীর মাধ্যমে এ দিনটি পালন করে। কর্মসূচীর মধ্যে ছিল কোরানখানি, মিলাদ মহফিল ও আলােচনা সভা।
ঈশ্বরদী: আমাদের ঈশ্বরদীর নিজস্ব সংবাদদাতা জানিয়েছেন যে, ঈশ্বরদী মহাবিদ্যালয় ও বাকশাল ঈশ্বরদী থানা শাখা পৃথক পৃথকভাবে এদিনটি পালন করেছে। এ উপলক্ষে ঈশ্বরদী মহাবিদ্যালয়ে এক আলােচনা সভার আয়ােজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উক্ত মহাবিদ্যালয়ের শিক্ষক জনাব শফিউল আলম এবং প্রধান অতিথির আসন গ্রহণ করেন স্থানীয় এমপি জনাব মহিউদ্দিন। আলােচনা সভায় বক্তৃতা করেন অধ্যাপক রহমত আলী, অধ্যাপক নর নারায়ণ রায়, অধ্যাপক জয়নাল আবেদীন ও আরাে অনেকে।
বাকশাল ঈশ্বরদী থানা শাখা এ উপলক্ষে মিলাদ মাহফিল ও আলােচনা সভার আয়ােজন। করে। আলােচনা সভার আয়ােজন করে। আলােচনা সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সংসদ সদস্য জনাব মহিউদ্দিন আহমেদ এবং বক্তৃতা করেন অধুনালুপ্ত আওয়ামী লীগের স্থানীয় নেতা শামসুর রহমান শরীফ, অধুনালুপ্ত ন্যাপ নেতা জনাব আবদুল হালিম চৌধুরী, জনাব মাহমুদুর রহমান ও জনাব কামাল আহমেদ অধুনালুপ্ত কমিউনিষ্ট পার্টির নেতার জনাব জসিম উদ্দিন মণ্ডল এবং স্থানীয় ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দ।
গাইবান্ধা: বাসস’র খবর: গাইবন্ধার বিভিন্ন সরকারী ও বেসরকারী ভবনে পতাকা উত্তোলন করা হয়। স্থানীয় বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান, বাকশালসহ ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়ন এই উপলক্ষে সেমিনার ও মিলাদ মহফিলের আয়ােজন করে। বাংলাদেশ পরিষদ খুলনা শাখা এই উপলক্ষে একটি আলােচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়ােজন করে।
ইমারত পরিদফতর কর্মচারী ইউনিয়ন: গত সােমবার বঙ্গবন্ধুর ৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ইমারত পরিদফতর কর্মচারী ইউনিয়নের উদোগে মিলাদ মহফিল ও জনসাধারণের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। মিলাদে বঙ্গবন্ধুর দীর্ঘায়ু কামনা করে মােনাজাত করা হয়।
তরুণ সংঘ: জাতীয় তরুণ সংঘের উদ্যোগে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে এক বিশেষ আলােচনা সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন জনাব মঈনুদ্দিন আহমদ। আলােচনায় অংশ নেন জনাব শামসুল আলম, ডা: জিল্লুর রহমান, জনাব শামসুল হক লালু, জনাব আজিজুর রহমান রাসেল, জনাব মােসাদ্দেক আজিজ ও জনাব মােহাম্মদ শরিফউদ্দীন প্রমুখ সংগঠনের নেতা। আলােচনা শুরুর পূর্বে জাতির জনকের দীর্ঘায়ু কামনা করে মােনাজাত করা হয়।
হকার্স লীগ: বাংলাদেশ জাতীয় হকার্স লীগ যথাযােগ্য মর্যাদার সাথে বঙ্গবন্ধুর ৫৫তম জন্মবার্ষিকী পালন করেছে। এই উপলক্ষে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলােচনা সভার আয়ােজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় হকার্স লীগের সভাপতি জনাব মােস্তফা কামাল এবং অন্যদের মধ্যে বক্তৃতা করেন হকার্স লীগের সাধারণ সম্পাদক জনাব আলী হােসেন আকতার ও আরাে অনেকে।

সূত্র: সংবাদ, ২০ মার্চ ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত